পাগলাটে দর্শকদের আবেগী ঘটনা আর্জেন্টিনা কোচের কাছে স্বাভাবিক!

0
64

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। বুধবার (১৬ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিক দেশটির বিপক্ষে খেলতে নামবেন লিওনেল স্কালোনির শিষ্যরা। এই ম্যাচ খেলার পর কাতারে যাবেন মেসিরা।

আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য আর্জেন্টাইনরা আবুধাবি বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুশীলন করে। সেখানে ঘটে এক বিপত্তি! বিশ্বসেরা ফুটবলার মেসিকে এক ঝলক দেখতে স্টেডিয়ামের বাইরে ভিড় জমান সমর্থকরা। অনেকে আবার টিকিট কেটেছেন অনুশীলন দেখতে। যাঁর জন্য দর্শকদের গুনতে হয়েছে প্রায় ৩ হাজার ৫০০ টাকা।

সতীর্থদের সাথে আবুধাবি বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে কঠোর নিরাপত্তার মধ্যে অনুশীলনে মেসি ছিলেন মগ্ন। তবে  কঠোর নিরাপত্তা বেড়া ভেঙে দিয়েও ঢুকে পড়েন তার দুই অন্ধ ভক্ত। দু’জন ছুটে গিয়ে মেসিকে প্রায় ছুঁয়ে ফেলেন। অতি ক্ষিপ্রতার সঙ্গে নিরাপত্তাকর্মীরা তখন ধরে ফেলেন দু’জনকে।

এ নিয়ে আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘ঘটনাটি তাঁর কাছে অস্বাভাবিক কিছু নয়। মেসির মতো কিংবদন্তিকে দেখতে এক-দু’জন পাগলাটে দর্শক ঢুকে পড়বে, এটাই স্বাভাবিক। তাঁরা ঘটনাটিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন। নিরাপত্তা ব্যবস্থার আয়োজন নিয়ে তাঁদের কোনো সন্দেহ নাই।’

আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে পোল্যান্ড ও আর্জেন্টিনা, আগামী ১ ডিসেম্বর।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here