স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি লড়তে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস। কলকাতার ঘরের মাঠ বিখ্যাত ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এর আগে সেই ম্যাচের টস হয়েছে ইতিমধ্যে।
আর টস জিতেছেন পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ফিল্ডিং করতে নামছে নীতিশ রানা নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স।
এই ম্যাচে পাঞ্জাবের একাদশ থেকে বাদ পড়েছেন ডার্সি শর্ট। তার পরিবর্তে একাদশে ফিরেছেন ভানুকা রাজাপাকসে। তবে কলকাতা নাইট রাইডার্স নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি।
পাঞ্জাব কিংস একাদশ
শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরণ সিং, ভানুকা রাজাপাকসে, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, জিতেশ শর্মা, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, ঋষি ধাওয়ান, অর্ষদীপ সিং ও রাহুল চাহার।
কলকাতা নাইট রাইডার্স একাদশ
নীতিশ রানা (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, ভৈবব আরোরা, শার্দুল ঠাকুর, হরষিত রানা ও বরুণ চক্রবর্তী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post