স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে পাঞ্জাব কিংস ও লখনৌ সুপার জায়ান্টস। দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। পাঞ্জাবের ঘরের মাঠ মোহালি স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে ইতিমধ্যেই হয়ে গেছে টস।
সেই টস জিতেছেন ইনজুরি কাটিয়ে ফেরা পাঞ্জাব কিংসের নিয়মিত অধিনায়ক শিখর ধাওয়ান। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন লখনৌ সুপার জায়ান্টস দল।
এই ম্যাচে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে পাঞ্জাব। দুই ম্যাচ পর অধিনায়ক শিখর ধাওয়ানের ফেরার পাশাপাশি, একাদশে ফিরেছেন দলের বিদেশি সিকান্দার রাজা। তার আসাতে বাদ পড়েছেন ম্যাথু শর্ট। এছাড়া পাঞ্জাবের হয়ে আইপিএলে অভিষেক হচ্ছে গুরনুর ব্রারের।
এদিকে লখনৌ নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। নিজেদের সবশেষ ম্যাচের একাদশ নিয়েই খেলতে নামছে। অর্থাৎ, এই ম্যাচেও একাদশে জায়গা হয়নি কুইন্টন ডি ককের। বেঞ্চে বসেই আইপিএল কাটাচ্ছেন তিনি।
পাঞ্জাব কিংস একাদশ
শিখর ধাওয়ান (অধিনায়ক), অথর্ব তাইদে, সিকান্দার রাজা, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, জিতেশ শর্মা, শাহরুখ খান, গুরনুর ব্রার, কাগিসো রাবাদা, অর্ষদীপ সিং ও রাহুল চাহার।
লখনৌ সুপার জায়ান্টস একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক), কাইল মায়ার্স, দীপক হুদা, মার্কাস স্টোয়নিস, ক্রুণাল পান্ডিয়া, নিকোলাস পুরান, আয়ূশ বাদোনি, যশ ঠাকুর, আভেশ খান, নাভীন উল হক ও রবি বিষ্ণুই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post