স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স। পাঞ্জাবের ঘরের মাঠ মোহালিতে দুই দলের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এর আগে ইতিমধ্যেই হয়েছে টস।
ম্যাচের টস জিতেছেন গুজরাট টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আগের ম্যাচে খেলেননি। এক ম্যাচ বিরতি দিয়ে এসেই টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস।
এই ম্যাচে দুই দলই একাদশে পরিবর্তন এনেছে। পাঞ্জাব কিংস তাদের একাদশ থেকে বাদ দিয়েছে দুই বিদেশি নাথান এলিস ও সিকান্দার রাজাকে। এই দুই ক্রিকেটারের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন কাগিসো রাবাদা ও ভানুকা রাজাপাকসে। আইপিএলের এবারের আসরে এই প্রথম খেলতে নামছেন রাবাদা। অপরদিকে রাজাপাকসে এক ম্যাচ বিরতি দিয়ে আবার সুযোগ পেয়েছেন।
এদিকে গুজরাটের একাদশেও পরিবর্তন এসেছে। অধিনায়ক হার্দিক এসেছেন একাদশে। এছাড়া দলটির জার্সিতে অভিষেক হয়েছে মোহিত শর্মা।
পাঞ্জাব কিংস একাদশ
শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভশিমরন সিং, ম্যাথিউ শর্ট, ভানুকা রাজপাকসে, জিতেশ শর্মা, স্যাম কারান, শাহরুখ খান, হারপ্রীত ব্রার, কাগিসো রাবাদা, ঋষি ধাওয়ান ও অর্ষদীপ সিং।
গুজরাট টাইটান্স একাদশ
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, সাই সুদর্শন, ডেভিড মিলার, রাহুল তেভাটিয়া, রশিদ খান, আলজারি জোসেপ, মোহাম্মদ শামি, মোহিত শর্মা এবং জশ লিটল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post