স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি হতে যাচ্ছে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস। দিল্লির ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এর আগে সেই ম্যাচের টস হয়েছে ইতিমধ্যে।
আর টস জিতেছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাটিং করতে নামছে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস।
এই ম্যাচে পাঞ্জাবের একাদশে ফিরেছেন জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা। তার ফেরার দিনে এক ম্যাচ পরই একাদশ থেকে বাদ পড়েছেন শ্রীলঙ্কার ব্যাটার ভানুকা রাজাপাকসে। এদিকে দিল্লির একাদশ থেকে বাদ পড়েছেন রিপল প্যাটেল।
দিল্লি ক্যাপিটালস একাদশ
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিল সল্ট, মিচেল মার্শ, রাইলি রুশো, আমান খান, অক্ষর প্যাটেল, প্রভীন দুবে, মুকেশ কুমার, খলিল আহমেদ, কুলদীপ যাদব ও ইশান্ত শর্মা।
পাঞ্জাব কিংস একাদশ
শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরণ সিং, লিয়াম লিভিংস্টোন, সিকান্দার রাজা, স্যাম কারান, জিতেশ শর্মা, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, ঋষি ধাওয়ান, অর্ষদীপ সিং ও রাহুল চাহার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post