নিজস্ব প্রতিবেদকঃ পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওয়াহাব রিয়াজ। পাকিস্তানের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রী মহসিন নকভি ১১ জনের তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার নাম ঘোষণা করেছেন। আর সেখানে রয়েছে তাঁর নাম। মন্ত্রী হওয়ার খবর সিলেটে থাকাকালীন অবস্থায় পান রিয়াজ। বিপিএলের দল খুলনা টাইগার্সের এই পেসার রোববার সিলেট ছেড়ে গেছেন।
লাহোর গভর্নরের বাসভবনে কয়েকদিন আগে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নবনির্বাচিত মন্ত্রীদের শপথগ্রহণ হয়। বিপিএলে খেলার কারণে সেখানে উপস্থিত ছিলেন না রিয়াজ। তবে এবার দায়িত্ব বুঝে নিতে দেশে ফিরছেন তিনি। রোববার সিলেট ছেড়ে যাওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি পোস্ট দিয়েছেন পাকিস্তানি এই পেসার।
২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য রিয়াজ সামাজিক যোগযোগ মাধ্যমে লেখেন, ‘বিপিএল ২০২৩ এ খুলনা টাইগার্সের হয়ে দারুণ সময় কেটেছে। দারুণ আতিথিয়তার জন্যে তামিম এবং খালেদ মাহমুদ সুজনকে ধন্যবাদ।’
চলতি বিপিএলে ৭ ম্যাচে খুলনা টাইগার্সের জার্সিতে খেলা রিয়াজ নিয়েছেন ১৩ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৯০, সেরা ফিগার ১৪ রানে ৪ উইকেট। পাকিস্তানের তিন ফরম্যাটে খেলা রিয়াজ জাতীয় দলের জার্সি সবশেষ গায়ে দিয়েছিলেন ২০২০ সালে, নিউজিল্যান্ডের মাঠে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post