স্পোর্টস ডেস্কঃ গ্রুপ পর্বে মাহিশা পাতিরানার বলে আউট হয়েছিলেন সাকিব আল হাসান। এবার সুপার ফোরেও উঠতি এই পেসারের বলে উইকেট দিলেন বাংলাদেশ অধিনায়ক। বেরিয়ে যাওয়া লেন্থ বলে খোঁচা দিয়ে বসেন তিনি। জোরালো আবেদনে প্রথমে সাড়া দেননি আম্পায়ার। টিভি রিপ্লেতে দেখা যায় সাকিবের ব্যাটে খোঁচা লেগে তবে যায় উইকেটের পেছনে। ৭ বলে ৩ রান করেন সাকিব।
শ্রীলঙ্কার করা ২৫৭ রানের জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তে কোনো উইকেট না হারিয়ে ৪৭ রান জমা করে বাংলাদেশ। ১২তম ওভারে এসে প্রথম উইকেট হারায় টাইগাররা। শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকার শর্ট লেংথের বলে পুল করতে গিয়ে টাইমিং ঠিকঠাক হয়নি মিরাজের। ক্যাচ গেছে মিডউইকেটে।
দলীয় ৫৫ রানে ভেঙেছে বাংলাদেশের ওপেনিং জুটি। তাতে মিরাজের অবদান ২৯ বলে ২৮ রান। ৪ চার হাঁকিয়েছেন তিনি। এদিকে মিরাজের পর শানাকা ফেরান আরেক ওপেনার নাঈমও। বাঁহাতি এই ব্যাটার বুঝেই উঠতে পারেননি শানাকার শর্ট বলটা। ব্যাট সরিয়েও নিতে পারেননি, শেষ মুহূর্তে ব্যাট চালাতে বা নামাতে গিয়ে খাড়া ওপরে তুলেছেন ক্যাচ। ৪৬ বলে ২১ রানের ইনিংস খেলেন নাঈম। তবে এই ইনিংসে তিনি বেশ কয়েকটি দৃষ্টিকটু শট খেলতে চেয়েছেন। আউট হয়েছেন প্রশ্নবিদ্ধ!
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post