পাত্তায়ই পেল না ইংল্যান্ড, প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজে লিড ভারতের

0
7

স্পোর্টস ডেস্কঃ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাত্তায়ই পেল না ইংল্যান্ড। ইংলিশদের ব্যাটে-বলে কুপোকাত করে ৫০ রানের বড় জয় পেয়েছে ভারত। অলরাউন্ডিং পারফর্মেন্স উপহার দিয়ে ম্যাচ সেরা হার্দিক পান্ডিয়া। আর এতে করে তিন ম্যাচের সিরিজে ১-০’তে এগিয়ে গেল সফরকারীরা। অপরদিকে পূর্ণ মেয়াদে ইংল্যান্ডের অধিনায়কত্বের শুরুটা ভালো হলো না জস বাটলারের।

সাউদাম্পটনে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৯৮ রানের বড় সংগ্রহ পায় ভারত। দলের হয়ে ঝড়ো এক ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। ৩৩ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫১ রানের ইনিংস আসে এই তারকার ব্যাট থেকে।

এর বাইরে বেশ কয়েকজনই ক্যামিও ইনিংস খেলেন। ১৯ বলে ৩৯ রান করেন সূর্যকুমার যাদব। দীপক হুদার ব্যাট থেকে আসে ১৭ বলে ৩৩ রান। ১৪ বলে ২৪ রানের ক্যামিও ইনিংসে খেলেন অধিনায়ক রোহিত শর্মাও।

ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্ডান ৪ ওভারে মাত্র ২৩ রান খরচায় ২ উইকেট শিকার করেন। মঈন আলি ২ ওভারে ২৬ রান খরচায় ২ উইকেট লাভ করেন।

১৯৯ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই অধিনায়ক জস বাটলারের উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা। ভুবনেশ্বর দুর্দান্ত সুইং পেসে বোল্ডআউট হয়ে গোল্ডেন ডাক মেরে ফিরে যান। শুধু বাটলার নয়। দলীয় মাত্র ৩৩ রানের মধ্যেই ফিরে যান আরও তিন তারকা ব্যাটার, যথাক্রমে ডেভিড মালান, লিয়াম লিভিংস্টোন ও জেসন রয়।

পরবর্তীতে দলের হয়ে মঈন আলি, হ্যারি ব্রুক, ক্রিস জর্ডানরা লড়াই করলেও শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১৪৮ রানেই গুঁটিয়ে যায় ইংলিশরা। ২০ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩৬ রানের ইনিংস খেলেন মঈন। এছাড়া ২৩ বলে ২৮ রান করেন ব্রুক। ১৭ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন ক্রিস জর্ডান।

ব্যাট হাতে দারুণ পারফর্মেন্সের পর বল হাতে দুর্দান্ত ছিলেন হার্দিক। ৪ ওভারে ৩৩ রান খরচায় ৪ উইকেট একাই নিয়েছেন তিনি। এছাড়া অভিষেক ম্যাচে আলো ছড়িয়ে ৩.৩ ওভারে ১ মেইডেনসহ ১৮ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন অর্ষদীপ সিং। ৪ ওভারে ৩২ রান খরচায় ২ উইকেট লাভ করেন যুজবেন্দ্র চাহাল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here