স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত আর্জেন্টিনার। বুধবার রাতে পোল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জিতেছে লিওনেল মেসিরা। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া আলবেসেলিস্তেরা সময় মতোই ফিরেছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোয় পা রেখেছে লিওনেল স্কালোনির দল।
দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডে আর্জেন্টিনাকে ম্যাক অ্যালিস্টার গোলে করে এগিয়ে দেওয়ার পর ব্যবধান বাড়ান জুলিয়ান আলভারেজ। পুরো ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ল্যাতিন দলটি শেষ ষোলোয় এখন মুখোমুখি হবে ডেনমার্ককে বিদায় করে ‘ডি’ গ্রুপের রানার্সআপ হওয়া অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার।
আর্জেন্টিনার কাছে হেরেও শেষ ষোলোতে তাদের সঙ্গী হয়েছে পোল্যান্ড। গ্রুপ পর্বের তিন ম্যাচে দুটিতে জয় আর একটি হারে ৬ পয়েন্ট আর্জেন্টিনার। একটি করে জয়, হার ড্র’তে ৪ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার সঙ্গী পোল্যান্ড। অন্যদিকে মেক্সিকোও একটি করে জয়, হার ড্র’তে ৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয়। আর আর্জেন্টিনাকে চমকে দিয়েও শেষ দুই ম্যাচে হেরে গ্রুপের তলানিতে থেকে শেষ করেছে সৌদি আরব।
পোল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিষ্যরা ব্যস্ত করে রাখে পোলিশদের রক্ষণকে। ৩৯তম মিনিটে মেসি পোল্যান্ড গোলরক্ষক কর্তৃক ডি-বক্সে ফাউলের শিকার হলে ভিএআরের কল্যাণে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু সেখান থেকে গোল করতে ব্যর্থ হন বিশ্বসেরা ফুটবলার। যার পুরো কৃতিত্ব দিতে হবে পোলিশ গোলরক্ষককে।
বিরতি থেকে ফিরেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আর্জেন্টাইনরা। ৪৭তম মিনিটে নাহুয়েল মলিনার পাস থেকে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। এরপর ম্যাচের ৬৭তম মিনিটে এনজো ফার্নান্দেজের পাস থেকে আর্জেন্টিনার লিডকে দ্বিগুণ করেন ম্যানসিটি স্ট্রাইকার আলভারেজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০