পান্ডিয়া নৈপুণ্যে জয়ে ফিরল লখনৌ

0
64

স্পোর্টস ডেস্কঃ জয়ে আইপিএলের এবারের আসর শুরুর পর হার দেখেছিল লখনৌ সুপার জায়ান্টস। তবে শুক্রবার সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে আবার জয়ে ফিরল লোকেশ রাহুলের দল। ঘরের মাঠে ৫ উইকেটে জিতেছে লখনৌ। স্বাগতিকদের জয়ের নায়ক ক্রুনাল পান্ডিয়া। বল হাতে ৩ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ২৩ বলে ৩৪ রান করে দলের বড় জয়ে অবদান রেখেছেন তিনি।

আগে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে হায়দ্রাবাদ হারায় ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের উইকেট। মাত্র ৮ রান করে ফেরেন এই ডানহাতি। আনমলপ্রিত সিং ২৬ বলে ৩১ রান করেন। অধিনায়ক আইডেন মার্করাম আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে দলের হয়ে প্রথম ম্যাচে খেলতে পারেন নি তিনি। প্রথম ম্যাচের মত আজও ব্যর্থ হ্যারি ব্রুক।

একপ্রান্ত আগলে রাখা রাহুল ত্রিপাঠি ৩৫ রান করে ফিরে যান। শেষদিকে আব্দুল সামাদের ১০ বলে ২১ রানের ঝড়ো ইনিংসে  লড়াইয়ের পুঁজি পায় হায়দ্রাবাদ। লখনৌর হয়ে ৩টি উইকেট নিয়েছেন পান্ডিয়া। ২টি উইকেট পেয়েছেন অমিত মিশ্র। আর একটি করে উইকেট নেন ইয়াস ঠাকুর ও রবি বিষ্ণই।

রান তাড়ায় কাইল মেয়ার্স ও লোকেশ রাহুলের ওপেনিং জুটিতে লখনৌ পায় ৩৫ রান পায়। মেয়ার্স ১৩ রানের বেশি করতে পারেন নি। তবে অধিনায়ক রাহুল ও পান্ডিয়া মিলে তৃতীয় উইকেটে যোগ করেন ৫৫ রান। আর তাতেই বড় জয়ের ভিত পেয়ে যায় লখনৌ। রাহুল ৩৫ রান করে ফিরে যান। মার্কাস স্টইনিস ও নিকোলাস পুরান শেষ পর্যন্ত ২৪ বল হাতে রেখেই তাদের জয় নিশ্চিত করেন। ২৩ বলে ৩৪ রান করেন পান্ডিয়া।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here