নিজস্ব প্রতিবেদকঃ ভারত বিশ্বকাপের জন্য আগামীকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) দেশ ছাড়ার কথা বাংলাদেশের। ঢাকা থেকে গোয়াহাটিতে যাবে টাইগাররা। বর্ষাপাড়া স্টেডিয়ামে বিশ্বকাপের দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। কিন্তু এখন পর্যন্ত দল ঘোষণা করতেই পারেনি বোর্ড।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের মাঝেই বিশ্বকাপের দল ঘোষণা করার কথা বিসিবির। কিন্তু সাকিব আল হাসান-তামিম ইকবালের নতুন একটি ইস্যুতে কাবু বিসিবি। কোনো সিদ্ধান্তেই আসতে পারছে না দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। তাই দ্বন্দ্ব মেটাতে বিসিবিতে হাজির সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
দুপুর ২টা নাগাদ বিসিবিতে প্রবেশ করেছেন মাশরাফী। খানিক পরেই বিসিবিতে আসেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। ধারণা করা হচ্ছে সাকিব-তামিম ইস্যুতেই মাশরাফী বিসিবিতে হাজির। বিসিবি ভবনে তিনি প্রবেশ করার পরপরই দুই নির্বাচক আব্দুর রাজ্জাক এবং হাবিবুল বাশার সুমনের সঙ্গে মাশরাফীকে কথা বলতে দেখা গেছে।
গতকাল সোমবার রাতে জানা যায় ভারত বিশ্বকাপে ৫টি ম্যাচ খেলতে চান তামিম। শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই এমন কথা জানিয়েছেন এই ওপেনার। তবে তামিমের এমন সিদ্ধান্ত জানানোর পরই বিসিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন পাপন।
বোর্ড কর্মকর্তাদের সঙ্গে আলোচনা খুব একটা আশোর আলো দেখেনি। যে কারণে রাতেই আবারও বিসিবি সভাপতির গুলশানের বাসভবনে বৈঠকে বসেন অধিনায়ক সাকিব এবং প্রধান কোচ হাথুরুসিংহে। প্রায় ৪০ মিনিট ধরে আলোচনা চলে পাপনের বাসভবনে।
জানা গেছে, তামিমের এমন শর্ত নিয়ে অধিনায়ক সাকিবের সঙ্গে আলোচনা করেছেন বোর্ডের নির্বাচকরা। আর তামিমের এমন অবস্থানের কথা জেনে বেশ বিরক্তই হয়েছেন সাকিব। বিসিবি সভাপতিকে সাফ জানিয়ে দেন, এমন হলে বিশ্বকাপে খেলবেন না তিনি। এই কথা জানার পর তামিমও নাকি বলেছেন, খেলতে চান না বিশ্বকাপে!
Discussion about this post