নিজস্ব প্রতিবেদক::শপথ গ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রীদের দপ্তর বন্টন করা হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পেলো পূর্ণ মন্ত্রী। বুধবার রাতেই মন্ত্রীপরিষদ বিভাগ নতুন মন্ত্রীদের নাম জানিয়েছে। প্রথমবারের মতো মন্ত্রী হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দু’জন সভাপতি। বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন ও সাবেক সভাপতি সাবের হোসেন জায়গা পেয়েছেন মন্ত্রী সভায়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগ। বুধবার রাতেই শেখ হাসিনা ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী নির্বাচন করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রীদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিমন্ত্রী পেয়ে আসছিলো। এবার পূর্ণ মন্ত্রী পেয়েছে এই মন্ত্রণালয়। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন পেয়েছেন এই মন্ত্রণালয়ের দায়িত্ব। বিসিবির সাবেক সভাপতি সাবেক সভাপতি সাবের হোসেন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post