নিজস্ব প্রতিবেদক:: আজ সন্ধ্যায় শপথ নেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রী পরিষদ। বুধবার রাতেই মন্ত্রীপরিষদ বিভাগ নতুন মন্ত্রীদের নাম জানিয়েছে। প্রথমবারের মতো মন্ত্রী হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দু’জন সভাপতি। বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন ও সাবেক সভাপতি সাবের হোসেন জায়গা পেয়েছেন মন্ত্রী সভায়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগ। বুধবার রাতেই শেখ হাসিনা ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী নির্বাচন করেন। আজ সন্ধ্যায় শপথের পর নতুন মন্ত্রীদের দপ্তর বন্টন করা হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিমন্ত্রী পেয়ে আসছিলো। এবার পূর্ণ মন্ত্রী পাচ্ছে মন্ত্রণালয়। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন পেতে পারেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। বিসিবির সাবেক সভাপতি সাবেক সভাপতি সাবের হোসেন পাচ্ছেন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে সেটি এখনো চূড়ান্ত হয়নি।
সন্ধ্যায় শপথ গ্রহণের পরই মন্ত্রীদের দপ্তর বন্টন করা হবে। শেষ মূহুর্তে বিসিবির সভাপতির দায়িত্ব পালনকরা এই দু’জনের মন্ত্রণালয় পরিবর্তনও হতে পারে। তবে আপাতত দু’জনকে এই দুই মন্ত্রণালয় দেওয়ার পরিকল্পনা আছে ক্ষমতাসীন দলটির।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post