স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। এ নিয়েই যতো আলোচনা-সমালোচনা। নানা প্রস্তাব। পাকিস্তানে এশিয়া কাপ হলে ভারত খেলবে না, ভারতে বিশ্বকাপ হলে পাকিস্তান খেলবে না এনিয়ে যখন পাল্টা-পাল্টি হুমকি ধামকি চলছে, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি জানিয়েছেন, বিসিবিকে তারা পাশে পাচ্ছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন পিসিবি চেয়ারম্যানকে বলেছেন, ‘পাকিস্তান ছাড়া এশিয়া কাপ হতে পারে না। পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেই জানিয়েছেন, বিসিবি তাদের পাশে আছে।
বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম স্পোর্টস তাক এক প্রতিবেদনে জানায়, পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন, ‘বাহরাইনে নাজমুল সাহেব (বিসিবি সভাপতি) পরিস্কার ভাবে বলেছেন, পাকিস্তানকে ছাড়া এশিয়া কাপ হতে পারে না। বাংলাদেশ প্রথমেই বলে দিয়েছে যে, (হাইব্রিড মডেলের এশিয়া কাপ খেলতে) তাদের কোনো সমস্যা নেই। শুধু দুবাইয়ের গরম নিয়ে একটু সমস্যা ছিল তাদের।’
সাক্ষাৎকারে জবাবে নাজাম শেঠি বিসিবি সভাপতিকে বলেন, ‘তখন আমার জবাব ছিল ওই সময়ে দুবাইয়ে আইপিএলও হয়েছে দুই বছর আগে। দুটো এশিয়া কাপ ইতিমধ্যে হয়ে গিয়েছে। শ্রীলঙ্কাও সেই সময়ে খেলেছে। তাই গরম নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়। এটা খুব ব্যাপার না।’
পিসিবি চেয়ারম্যান সাফ জানিয়ে দিয়েছেন, আগামি সেপ্টেম্বরে পাকিস্তানেই হবে এশিয়া কাপ। এবারের এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। ভারত বিশ্বকাপকে সামনে রেখেই ফরম্যাট বদলেছে এশিয়া কাপের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০