স্পোর্টস ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনির প্রধান কোচ টাটেন্ডা টাইবুকে সহযোগিতা করবেন উইন্ডিজের সাবেক কোচ ফিল সিমন্স। এক বিবৃতিতে পাপুয়া নিউগিনি জানিয়েছে, উইন্ডিজের কন্ডিশন সর্ম্পকে ধারণা থাকায় এবং অভিজ্ঞতার কারণে দলের ‘বিশেষজ্ঞ কোচ’ হিসেবে দায়িত্ব পালন করবেন সিমন্স।
২০১৬ বিশ্বকাপে উইন্ডিজের শিরোপা জয়ী দলের কোচ ছিলেন সিমন্স। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলটির কোচের ভূমিকায় ছিলেন তিনি। তবে তার দল প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়। এরপর প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান সিমন্স।
পাপুয়ানিউগিনির দায়িত্ব পেয়ে নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর কথা বলেছেন সাবেক ক্যারিবিয়ান অলরাউন্ডার। সিমন্স বলেন, ‘এখানে আমার দায়িত্ব মূলত পরামর্শক কোচের। শুধু বিশ্বকাপ খেলাই নয়, ক্যারিবিয়ানে খেলার অভিজ্ঞতা কীভাবে আমি পাপুয়া নিউ গিনির হয়ে কাজে লাগাতে পারি সেই চেষ্টাই করব। বিশেষ করে যেসব ভেন্যুতে খেলাগুলো হবে।’
‘পাপুয়া নিউ গিনির ক্রিকেটারদের প্রাণশক্তি অসাধারণ। ছেলেদের দেখে মনে হচ্ছে, তারা ভালোভাবে গুছিয়ে নিয়েছে। টাইবুর সঙ্গে আমার দীর্ঘ দিনের পরিচয়। ছেলেরাও তার কাছ থেকে শিখতে উদগ্রীব। সব মিলিয়ে দলের পরিবেশ দুর্দান্ত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post