স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনাকে উড়িয়ে দেয়ার পরের ম্যাচেই বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে ফাইনালিস্টরা লা লিগায় ফিরে হার দেখেছে ভিয়ারিয়ালের বিপক্ষে। গত রাতে নিজেদের মাঠে রিয়াল ৩-২ গোলে হেরে গেছে। এতে করে লা লিগার শিরোপা অনেকটা বার্সেলোনার হাতেই তুলে দিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ভিয়ারিয়ালের বিপক্ষে হারের পর পারফরম্যান্সের ঘাটতি অকপটেই স্বীকার করলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। সেখানে তার কাঠগড়ায় দলের সবাই। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে কি শতভাগ মনোযোগী হয়ে আজ আমরা খেলতে পারিনি, এটা অনেকটাই স্বাভাবিক। শতভাগ দিতে না পারলে জয় পাওয়া কঠিন। আমরা আজ ঐক্যবদ্ধ ছিলাম না। বারবারই তারা বল কেড়ে নিয়েছে এবং এরপর আমাদের বল পাওয়া কঠিন হয়ে গিয়েছিল।’
আনচেলত্তি আরো বলেন, ম্যাচটি আমাদের জন্য কঠিন ছিল। যে ধরনের ফুটবল খেলার সামর্থ্য আমাদের আছে, তা আমরা পারিনি। তবে পরাজয়টাও প্রাপ্য ছিল না, কারণ আমরা সুযোগ তৈরি করতে পেরেছিলাম। ৩-১ ব্যবধানে এগিয়ে যেতে পারতাম আমরা। এরপরই ছন্দ হারিয়ে ফেলি।’
লিগে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে আগে থেকেই ১২ পয়েন্ট পেছনে রিয়াল। পরের ম্যাচ জিতলে ব্যবধান ১৫তে নিয়ে যেতে পারবে চিরপ্রতিদ্বন্দ্বিরা। তবে আনচেলত্তি জানিয়েছেন, লিগেও লড়াই চালিয়ে যাবেন তারা। ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৭১ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০