স্পোর্টস ডেস্ক:: এশিয়ান গেমসে ফুটবল ইভেন্টে শুধু নারী দল পাঠাতে চায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। পুরুষ দলের পারফরম্যান্স সন্তুুষ্ট জনক না হওয়ায় জাতীয় পুরুষ দলকে পাঠাতে চায় না বিওএ। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চেষ্টা করছে পুরুষ দলকে পাঠাতে।
বাফুফের জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমদ জানিয়েছেন, তারা বিওএ’র সঙ্গে যোগাযোগ করছেন। নারী দলের পাশাপাশি অলিম্পিকে পুরুষ দলকেও পাঠানোর চেষ্টা করছেন। তবে শেষ পর্যন্ত এশিয়ান গেমসে পুরুষ দল যেতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ঠ শঙ্কা আছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন এশিয়ান গেমসে পুরুষ দলকে অন্তর্ভূক্ত করতে বিওএ’র সঙ্গে বৈঠকও করেছে। বৈঠক শেষে কাজী নাবিল আহমদ সাংবাদিকদের বলেন, ‘ চীনের হাংজুতে এশিয়ান গেমসরের লক্ষ্য নিয়েও আমরা কাজ করছি। আমরা বিওএ’র সঙ্গে আলোচনা করব যেন আমাদের পুরুষ দলও সেখানে যেতে পারে।’
বিওএর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘গতকাল বিওএ’র সভায় অনেক বিষয়েই আলোচনা হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত আমরা আনুষ্ঠানিক ভাবে পাইনি। গতকাল সন্ধ্যায় বিওএ থেকে যে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে ফুটবল লেখা রয়েছে। তাই আমরা আশা করছি সেখানে পুরুষ ফুটবলও থাকবে।’
পুরুষ দল পাঠানোর প্রয়োজনীতা আছে জানিয়ে তিনি আরো বলেন, ‘বিওএ’র সভাপতির সঙ্গে আলাপ করেছি। আমরা জানিয়েছি, আমাদের পুরুষ ফুটবল দলকেও পাঠানোর প্রয়োজনীয়তা আছে। আলোচনা চলছে। আশা করি, আমরা ইতিবাচক সাড়া পাব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post