নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেখ জামাল ধানমণ্ডিকে ৩১ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। নারায়ণগঞ্জের ফতুল্লায় অনুষ্ঠিত ম্যাচটিতে ব্যাটে-বলে পারফর্ম করে গাজী গ্রুপকে জিতিয়েছেন বিদেশি ক্রিকেটার পারভেজ রাসুল।
ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করে অপরাজিত থাকেন পারভেজ। ৪৪ বলের ইনিংস ১ বাউন্ডারি ও ২ ছয়ে সাজিয়েছেন। এর বাইরে তাওহীদ হৃদয় ১টি করে ছয় ও চারে ৪৬ এবং জিয়াউর রহমান ৩৬ বলে ১ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৪৫ রান করেন।
শেখ জামালের হয়ে হুসনে হাবিব ৩টি, সুমন খান ও নিহাদউজ্জামান ২টি করে উইকেট লাভ করেন।
২৫২ রানের লক্ষ্যে খেলতে নামা শেখ জামাল ১৫ বল বাকি থাকতে অলআউট হয়েছে ২২০ রানেই। দলটির হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন ওপেনার হাবিবুর রহমান সোহান। ৪১ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কা হাঁকান। মোহাম্মদ এনামুল ৪৪ রান করেন ২টি করে চার ও ছয়ের মারে।
গাজী গ্রুপের হয়ে পারভেজ রাসুল একাই শিকার করেন ৪ উইকেট। আরিফ আহমেদ ও মৃত্যুঞ্জয় চৌধুরি ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা