নিজস্ব প্রতিবেদকঃ জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লি্গের (বিপিএল) দশম আসর শুরু করেছে ফরচুন বরিশাল। বিগ ম্যাচে রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে তামিম ইকবালের দল। দলগত নৈপুণ্যেই এসেছে এই জয়। এদিকে বল হাতে লড়াই করেও জয় পেলেন না সাকিব আল হাসানরা।
মিরপুরের হোম অব ক্রিকেটে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানের মাঝারি পুঁজি পায় রংপুর। দলটি ইনিংসের শুরু থেকেই ধুঁকতে থাকে। একেবারে প্রথম বলে ইমরানের ইয়র্কারে কুপোকাত হয়ে বোল্ড আউটে গোল্ডেন ডাক মেরে ফিরেন ওপেনার ব্রেন্ডন কিং।
এরপর খালেদের পেস তোপে দ্বিতীয় ওভারেই প্যাভিলিয়নের পথ ধরেন আরেক ওপেনার রনি তালুকদার (৫) ও দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান (২)। ২ ওভারে মাত্র ১৬ রানে নেই টপ অর্ডারের তিন ব্যাটার। এরপর পঞ্চম ওভারের শেষ বলে আজমতউল্লাহ ওমরজাই বিদায় নেন দলীয় ৩১ রানের মাথায়।
চরম বিপর্যয়ে পড়া সেই দলকে এরপর অধিনায়ক নুরুল হাসান সোহান ও শামীম পাটোয়ারি ৩৪ রানের জুটি গড়ে উদ্ধারের চেষ্টা চালান। তবে সেই জুটি ভাঙতেই আবারও বিপদে পড়ে রংপুর। দলীয় ১০০ রানের আগে ৭ উইকেট নেই দলের। সেখান থেকে শেখ মেহেদী ও হাসান মুরাদের ২৯ রানের জুটিতে ভর করে কোনো মতে লড়াই করার পুঁজি পায় রাইডার্সরা।
দলের পক্ষে ৩৩ বলে ১টি করে চার ও ছয়ের মারে সর্বোচ্চ ৩৪ রান করেন শামীম। ১৯ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৯ রানের ক্যামিও খেলেন মেহেদী। ২৩ রান আসে সোহানের ব্যাট থেকে। এর বাইরে আর কেউই ব্যক্তিগত রানের খাতা দুই অঙ্কের ঘরে নিতে পারেননি।
বরিশালের হয়ে এদিন দুর্দান্ত বোলিং করেন খালেদ আহমেদ। ৩১ রান খরচায় একাই ৪ উইকেট শিকার করেন তিনি। মিরাজ ২টি উইকেট লাভ করেন।
১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করে বরিশাল। অধিনায়ক তামিম ও ইব্রাহিম জাদরান মিলে ৪.২ ওভারে ৩২ রানের জুটি গড়েন। তবে এক বার জীবন পেয়েও অনেকটা ধীর গতিতে ব্যাট করা ইব্রাহিম জাদরান ১৬ বলে ১২ রান করে ফিরলে সেই জুটি ভাঙে। আর তাকে ফেরান নিজের প্রথম ওভার করতে আসা সাকিব আল হাসান।
দলের ৬৬ রানের মাথায় বিদায় নেন দারুণ খেলতে থাকা তামিম ইকবাল। মোহাম্মদ নবির বল অপ্রয়োজনীয়ভাবে ডাউন দ্য উইকেটে খেলতে এসে স্টাম্পিং হন এই বাঁহাতি ওপেনার। প্যাভিলিয়নে ফেরার আগে ২৪ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৫ রান করে যান। উইকেটে এসে দ্রুতই বিদায় নেন সৌম্য সরকার (১)।
চাপে পড়া বরিশালের হয়ে ২৭ রানের জুটি গড়েন মিরাজ ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। তবে ১৯ রানের ব্যবধানে দুজনই বিদায় নেন। এতে জমে উঠে ম্যাচ। তবে শেষ দিকে উইকেটে এসে আরেক অভিজ্ঞ তারকা মাহমুদউল্লাহ রিয়াদ ১১ বলে ২ ছক্কায় ১৯ রানের ক্যামিও খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। তার সাথে ১৮ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন শোয়েব মালিক। এর আগে ২৭ বলে ২৬ রান করেন মুশফিক। ১৮ বলে ২০ রান আসে মিরাজের ব্যাট থেকে।
রংপুরের হয়ে দুর্দান্ত বোলিং করেন সাকিব ও হাসান মুরাদ। সাকিব মাত্র ১৬ খরচ করে ২ উইকেট নেন ৪ ওভারে। মুরাদও ২ উইকেট শিকার করেন, তবে তিনি খরচ করেন সাকিবের থেকে এক রান বেশি ১৭ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post