স্পোর্টস ডেস্কঃ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) প্রথম কোয়ালিফায়ারে গল টাইটান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে ডাম্বুলা আউরা। ২ বল বাকি থাকতে ৬ উইকেটের জয়ে ফাইনালের টিকিট কাটে দলটি। সাকিব আল হাসান, লিটন দাসরা পারলেন না প্রথম সুযোগে ফাইনালে যেতে। হারলেও আরও একটি সুযোগ আছে। দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে পারবে টাইটান্সরা।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে গলের দেওয়া ১৪৭ রানের মাঝারি লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করলেও, ধীরে ধীরে রানের চাকা ধীর গতির হয় ডাম্বুলার। শেষ পর্যন্ত ইনিংসের একেবারে শেষ ওভারে গিয়ে জয় ছিনিয়ে আনে দলটি।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫৩ রান করেন কুশল পেরেরা। এছাড়া ৪৫ বলে ৬ বাউন্ডারিতে ৪৯ রান করেন কুশল মেন্ডিস। ২৪ রান আসে আভিষ্কা ফার্নান্দোর ব্যাট থেকে।
গলের হয়ে সাকিব আল হাসান, সেকুগে প্রসন্ন, তাবরাইজ শামসি ও অধিনায়ক দাসুন শানাকা ১টি করে উইকেট লাভ করেন। এর মধ্যে সাকিব ৪ ওভারে মাত্র ২৩ রান খরচ করেন। সেকুগে প্রসন্নও ২২ রান খরচ করেন মাত্র।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বিপাকে পড়ে গল। মাত্র দ্বিতীয় বলেই ডাক মেরে ফিরে যান ওপেনার ভানুকা রাজাপাকসে। আরেক ওপেনার লিটন দাসও টিকতে পারেননি বেশি সময়। টানা দুই ম্যাচে ব্যর্থ হন এই বাংলাদেশি তারকা। এদিন মাত্র চতুর্থ ওভারের প্রথম বলে দলীয় ২৫ ও ব্যক্তিগত ৮ রানের মাথায় আউট হন লিটন। ৭ বলের ইনিংসে মাত্র ১টি বাউন্ডারি হাঁকান।
এরপর উইকেটে আসেন আরেক বাংলাদেশি সাকিব আল হাসান। বেশ ভালোই ব্যাট করছিলেন। টপ অর্ডারে নামা লাসিথ ক্রুসপুল্লেকে সাথে নিয়ে টাইটান্সদের ইনিংস মেরামতের কাজে নামেন। দুজনে মিলে ৫১ রানের একটি জুটি গড়ে দলকে স্বস্তি এনে দেন। তবে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি সাকিব আল হাসান। টাইগার সুপারস্টার ১৭ বলে ৩ বাউন্ডারিতে ১৯ রান করে দুর্ভাগ্যজনকভাবে একেবারে বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হতেই ভাঙে জুটি। অবশ্য এটিই দলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান।
দলের সর্বোচ্চ রান আসে ক্রুসপুল্লের ব্যাট থেকে। টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ৮০ রানের ইনিংস খেলেন তিনি। ৬১ বলের ইনিংসটি সাজানো ৭ বাউন্ডারির মারে। ইনিংসের একেবারে শেষ ওভারে গিয়ে আউট হন এই ডানহাতি ব্যাটার।
ডাম্বুলার হয়ে হেইডেন কের ৩টি উইকেট শিকার করেন একাই। নূর আহমেদ লাভ করেন ২টি উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post