পারলো না দক্ষিন সুরমা, সেমিতে ওসমানীনগর

0
68

নিজস্ব প্রতিবেদক: অনেক সুযোগ পেয়েও আন্ত:উপজেলা কাপ জেলা প্রশাসক ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালে যেতে পারলো না দক্ষিণ সুরমা উপজেলা ফুটবল দলকে। তাদেরকে ২-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ওসমানীনগর উপজেলা ফুটবল দল।

সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার পরপরই এগিয়ে যায় দক্ষিণ সুরমা উপজেলা ফুটবল দল। ম্যাচের মাত্র ২ মিনিটেই ওসমানীনগের গোলরক্ষক সুজনকে পরাস্ত করে বল জালে পাঠান দক্ষিণ সুরমার রুম্মান।

১ গোলে পিছিয়ে পড়ে পাল্টা আক্রমন চালাতে থাকে ওসমানীনগর উপজেলা দল। ফলটাও পেয়ে যায় দ্রুতই। ম্যাচের ২৫ মিনিটের সময় মরু মোহাম্মদের গোলে সমতায় ফেরে দলটি।

সমতায় ফেরে দু’দলই আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকে। কিন্তুু কেউ গোলের দেখা পাচ্ছিল না। ১-১ গোলে সমতায় রেখেই বিরতিতে যায় দু’দল।

বিরতির খেলা শুরু হলে দু’দলই এগিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তুু কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিলো না কেউ।

ম্যাচের ৭৪ মিনিটে এগিয়ে যাওয়ার দরুণ একটা সুযোগ পায় দক্ষিণ সুরমা উপজেলা। কিন্তুু লিড নিতে ব্যর্থ হয় দলটি। ডি বক্সের ভিতরেই দক্ষিণ সুরমার খেলোয়াড়কে আঘাত করেন ওসমানীনগরের গোর রক্ষক সুজন। রেফারীর চোখ এড়ায়নি তা। রেফারী পেনাল্টির বাঁশি বাজান।

দক্ষিণ সুরমার হয়ে পেনাল্টি নেন সেগু। কিন্তুু পরাস্ত করতে পারেননি ওসমানীনগের গোল রক্ষক সুজনকে। সুজন নিজেই ভুলের মাশুল নিজেই দেন পেনাল্টি সেইভ করে। এগিয়ে যাওয়া হয়নি দক্ষিণ সুরমার।

এরপর দু’দলই আক্রমণাত্মক খেললেও নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি। গড়ায় খেলা ইনজুরি টাইমে। ৩০ মিনিটের ইনজুরি টাইমে গোল করে বসেন ওসমানীনগরের রাসেল। রাসেলের গোলেই ইনজুরি টাইমে এগিয়ে যায় ওসমানীনগর। ম্যাচের লিড নেয় ২-১ গোলে।

ইনজুরি টাইমে পিছিয়ে পড়ে ফেরার চেষ্টা করে দক্ষিণ সুরমা। তবে পারেনি দলটি। ২-১ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে ওসমানীনগর।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here