Home ফুটবল বিশ্বকাপ ফুটবল পারলো না মরক্কো, তৃতীয় হলো ক্রোয়েশিয়া

পারলো না মরক্কো, তৃতীয় হলো ক্রোয়েশিয়া

0

স্পোর্টস ডেস্ক:: মরক্কোকে কাঁদিয়ে কাতার বিশ্বকাপের তৃতীয় হলো ক্রোয়েশিয়া। হাকিমিদের স্তব্ধ করে দিয়ে লুকা মদ্রিচরা তৃতীয় স্থান হয়েই শেষ করলেন এবারের বিশ্বকাপ মিশন। রাশিয়া বিশ্বকাপের রানার্সআপরা কাতার বিশ্বকাপে তৃতীয় হলেই থাকতে হলো সন্তুুষ্ট। ২-১ গোলের জয়ে বিশ্বকাপ শেষ করলো ক্রোয়েটরা।

বিশ্বকাপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে আর্জেন্টিনার কাছে হেরে যায় ক্রোয়েশিয়া। ডিফেন্ডিং রানার্সআপদের কাতার বিশ্বকাপে সেমিতে থামিয়ে দেয় লিওনেল মেসির দল। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স মরক্কোর বিশ্বকাপ ইতিহাস থামিয়ে দেয় সেমিফাইনালে। প্রথমবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে আফ্রিকান দলটি এমবাপের সঙ্গে হারে লড়াই করে। দারুণ খেলেও সেমিতে থামতে হয় তাদেরকে।

দুই পরাজিত সেমিফাইনালিস্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মরক্কোকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। তিন গোলের ম্যাচটির সবক’টি গোলই এসেছে প্রথমার্ধে। ম্যাচের নয় মিনিটের মধ্যেই দুই গোল করে ম্যাচ জমিয়ে তুলে দুই দল। ১-১ সমতায় থাকা ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে আবারো লিড নিয়ে ক্রোয়েশিয়া। ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মরক্কো।

ম্যাচের শুরু থেকেই দারুণ খেলছে দুই দল। কেউ কাউকে দিচ্ছে না ছাড়। আক্রমণ পাল্টা আক্রমণে ব্যস্ত রাখছে একে অপরের ডিফেন্স লাইন। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা ক্রোয়েশিয়া শেষ পর্যন্ত লিড নিয়েই যায় বিরতিতে।

ম্যাচের মাত্র ৭ম মিনিটেই ক্রোয়েশিয়া এগিয়ে যায়। ডি বক্সের সামন থেকে ফ্রি কিকে বল পান ইভান পেরিসিচ। তিনি হেড দিয়ে বল পাঠান জালের মুখে। জোসকো হেড দিয়ে মরক্কোর পোস্টে বল পাঠালে ক্রোয়েশিয়া এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ক্রোয়েশিয়া। মিনিট দুই পরেই সমতায় ফেরে মরক্কো। লুকা মদ্রিচের দলও ফ্রি কিক থেকে পাওয়া বলে সমতায় ফেরে। ফ্রি কিক থেকে উড়ে আসা বল পোস্টের সামনে পেয়ে আশরাফ দারি হেড দিয়ে গোল করেন। ম্যাচের স্কোর লাইন হয়ে যায় ১-১ গোলে।

সমতায় থাকা ম্যাচে এরপর দুই দলই এগিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রথমার্ধের শেষ দিকে ৪২তম মিনিটে ওরসিচ দারুণ এক গোলে এগিয়ে দেন ক্রোয়েশিয়াকে। মার্কো লিভাজার বাড়িয়ে দেওয়া বল কোনাকুনি শটে পাঠিয়ে দেন মরক্কোর জালে। হাকিমিদের দলকে তাই প্রথমার্ধ শেষ করতে হয়ে ২-১ গোলে পিছিয়ে থেকে।

দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে মরক্কো ম্যাচে ফিরতে চেষ্টা করে। ক্রোয়েশিয়া ডিফেন্সের শক্তি বাড়িয়ে তৃতীয় হয়েই ম্যাচ শেষ করতে চায়। শেষ পর্যন্ত মরক্কোর আক্রমণ ভাগ আটকেও রাখে দলটি। প্রথমার্ধে বল দখলের লড়ইয়ে পিছিয়ে থাকা মরক্কো দ্বিতীয়ার্ধে সমানে সমান টক্কর দেয়। বল দখলের লড়াইয়েও ফিরে তারা। তবে শেষ পর্যন্ত আর পায়নি গোলের দেখা। ২-১ গোলের হার নিয়েই তাই মাঠ ছাড়তে হয় তাদেরকে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version