স্পোর্টস ডেস্ক:: আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারাল বাংলাদেশ। ভারতে অনুষ্টিত আগামি ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশ নারী দলকে খেলতে হবে বাছাই পর্ব। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানে ম্যাচটিতে হেরে যাওয়ায় কপাল পুড়েছে টাইগ্রেসদের।
ক্যারিবিয়ান মেয়েদের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি জিতলেই বাংলাদেশ সরাসরি সুযোগ পেতে বিশ্বকাপে।সিরিজের প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ জিতেছিলো বাংলাদেশ। কিন্তুু সিরিজের তৃতীয় ম্যাচে হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। সেন্ট কিটসে ম্যাচটি বাংলাদেশ জিতলে বা পরিত্যক্ত হলে টাইগ্রেসদের সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ ছিলো।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ নারী দল ৪৩.৫ ওভারে অলআউট হওয়ার আগে তুলে ১১৮ রান। শারমিন আক্তার ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন সোবহানা মোস্তারি। ফারজানা হকের ব্যাট থেকে আসে ২২ রান।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিশমা রামহারাক ৪টি ও জাইদা জেমস ২টি উইকেট শিকার করেন।
মাত্র ১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ নারী দল ২৭.৩ ওভারে দুই উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। কিয়ানা জোসেফ ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করে। হেইলি ম্যাথিউজ করেন ২২ রান। ২৫ রানে সেমাইন ক্যাম্পবেল ও ৩৩ রানে দিন্দ্রা দোতিন অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে নাহিদা ও মারুফা একটি করে উইকেট লাভ করেন।
আগামি নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে ছয় দল স্বাগতিক ভারত ছাড়া সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে ৫ দল। ওয়েস্ট ইন্ডিজকে শেষ ম্যাচে হারাতে পারলে বাংলাদেশ নিউজিল্যান্ডকে পেছনে ফেলে উঠে আসতো পয়েন্ট টেবিলের ৫ নম্বরে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০