স্পোর্টস ডেস্কঃ ২০২৩ সালে চেলসির কোচ হিসেবে যোগ দিয়েছিলেন মাউরিসিও পচেত্তিনো। এক মৌসুম দায়িত্ব পালনের পরই ক্লাব ছাড়লেন এই কোচ। ক্লাব এবং কোচের যৌথ সম্মতিতে নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। চেলসির ক্রীড়া পরিচালক লরেন্স স্টুয়ার্ট ও পল উইনস্ট্যানলি বলেছেন, ‘এই মৌসুমের পারফরম্যান্সের জন্য চেলসির সবার পক্ষ থেকে আমরা পচেত্তিনোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
এদিকে নতুন মালিকানায় আসার পর থেকে খেলোয়াড় কেনায় কাড়ি কাড়ি অর্থ খরচ করেছে চেলসি। কিন্তু দলটির পারফরম্যান্সে এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। উল্টো বলা যায়, একটা সময় পর্যন্ত তা যেন আরও খারাপের দিকে যাচ্ছিল। চেলসি থেকে বিদায় বেলায় পচেত্তিনো বলেছেন, ‘এই ফুটবল ক্লাবের ইতিহাসের অংশ হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য চেলসির মালিকানা গ্রুপ ও ক্রীড়া পরিচালকদের ধন্যবাদ। ইউরোপে ও প্রিমিয়ার লিগে আগামী বছরগুলোয় এগিয়ে যেতে ক্লাব এখন ভালো অবস্থানে রয়েছে।’
টটেনহ্যাম হটস্পার ও পিএসজির সাবেক এই কোচের হাত ধরে এবারের লিগের শুরুটা ভীষণ খারাপ হয় চেলসির। লিগে প্রথম ১০ ম্যাচের মাত্র তিনটিতে জয়ের স্বাদ পায় তারা। ঘরোয়া ফুটবলের অন্য দুই টুর্নামেন্টে অবশ্য বেশ ভালোই করে দলটি, যদিও শিরোপার দেখা মেলেনি। এফএ কাপে সেমি-ফাইনাল খেলা দলটি লিগ কাপে ওঠে ফাইনালে, সেখানে তারা হেরে যায় লিভারপুলের বিপক্ষে। প্রিমিয়ার লিগেও শেষ ধাপে ঘুরে দাঁড়ায় চেলসি। গত ১২ ফেব্রুয়ারি থেকে ১৫ ম্যাচ খেলে মাত্র একটিতে হারে তারা, সবশেষ পাঁচ রাউন্ডেই পায় জয়। এবারের লিগে বড় একটা সময়জুড়ে পয়েন্ট তালিকায় দশের নিচে ছিল যে দলটি, তারাই শেষ পর্যন্ত আসর শেষ করে ষষ্ঠ স্থানে থেকে। এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি জিতে গেলে চেলসি আগামী মৌসুমের ইউরোপা লিগে খেলার টিকেটও পাবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post