স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ব্যাটিং দানব হাশিম আমলা ব্যাটিংয়ে নামা মানেই প্রতিপক্ষ বোলাদের কাঁপন ছুটা। একের পর বাউন্ডারীতে রানের বন্যা ছুটান উইকেটে। অথচ আমলার কিনা হয়ে গেলো পার্থ টেস্টে দলকে ভীর্ষণ বিপদে ফেলে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। হঠাৎ করে পার্থে কি হলে গেলো এই ব্যাটিং লিজেন্ডস নিজের ফর্ম হারিয় ফেললে যে কারণে!
পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এবং ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হাসিম আমলা প্রথম এবং দ্বিতীয় কোন ইনিংসেই মেলে ধরতে পারেননি নিজেকে।
দলের ব্যাটিং বিপর্যয়ের প্রথম ইনিংসে আমলার ব্যাটে যখন ঘুরে দাঁড়াতে আশাবাদী দক্ষিণ আফ্রিকা ঠিক এর পাঁচ বল পরেই প্যাভিলিওনে ফিরে গেছেন তিনি।
অজি পেসার হ্যাজেলউডের বলে অধিনায়ক স্টিভেন স্মিথ আমলার ক্যাচ লুফে নেন। ব্যাটিং বিপর্যয় তো রুখতে পারেননিই উল্টো দল তখন ভীষণ বিপদে আমলার উইকেট হারিয়ে।
আমলার ব্যাটে যখন দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা টেস্ট জয়ের স্বপ্ন দেখছিলো, তখনি তিনি দিলেন ব্যর্থতার পরিচয়। সাত বল খেলে ১ রানের বেশী করতে পারেননি ৯৪ টি টেস্ট ম্যাচ খেলা হাসিম আমলা। কাকতালীয় ভাবে এবারও তিনি শিকার হয়েছেন হ্যাজেলউডের। তবে ক্যাচ নয় এবার সরাসরি আমলার স্ট্যাম্পই ভেঙ্গেছেন অজি স্পিডস্টার।
এরকম পরিস্থিতির সম্মুখীন খুব বেশী হননি হাসিম আমলা। তিনি মাঠে নামা মানেই রানের ফুলঝুরি, অজস্র শটের বন্যা বইয়ে দেয়া। বায়ান্ন ছুঁই ছুঁই টেস্ট ব্যাটিং গড়ও তাই জানান দিচ্ছে।
এর আগে একবারই হাসিম আমলাকে ব্যর্থ হাতে ফিরতে দেখেছে ক্রিকেট বিশ্ব। ২০০৬ সালে স্বাগতিক ভারতের বিপক্ষে কানপুর টেস্টে প্রথম ইনিংসে শূন্য এবং দ্বিতীয় ইনিংসে এক রান করে সাজঘরে ফিরেন ডারবানে জন্ম নেয়া এই ব্যাটসম্যান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০