স্পোর্টস ডেস্কঃ লা লিগায় আরেকবার পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ। চোখধাঁধানো আক্রমণভাগ নিয়েও গত রাতে তারা জিততে পারল না লাস পালমাসের মাঠে। তিন ম্যাচ খেলেও লিগে এখন পর্যন্ত গোলের দেখা পান নি পিএসজি থেকে এই মৌসুমে রিয়ালে আসা কিলিয়ান এমবাপে। বৃহস্পতিবার রাতে শুরুতে হজম করা গোল পেনাল্টি থেকে শোধ দেয় কার্লো আনচেলত্তির দল।
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম তিন ম্যাচের দুটিতে পয়েন্ট হারাল রিয়াল। এর আগে মায়োর্কার সঙ্গে ১-১ ড্রয়ের পর গত রাউন্ডে রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল তারা। এই তিন ম্যাচে শুরু থেকে খেলেও কোনো গোল করতে পারেন নি এমবাপে। গত রাতে পালমাসের বিপক্ষে রিয়ালের হার এড়ানো ম্যাচে পেনাল্টি গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। চলতি মৌসুমের লা লিগায় এই ব্রাজিলিয়ানের প্রথম গোল এটি।
ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে পঞ্চম মিনিটেই এগিয়ে যায় পালমাস। স্বাগতিক সমর্থকদের উল্লাসে ভাসিয়ে দলকে এগিয়ে নেন আলবার্টো মোলেইরো। সতীর্থের পাস পেয়ে বক্সে রেয়ালের দুই ডিফেন্ডারের বাধা এড়িয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে গোলটি করেন তিনি। এরপর এই গোল শোধ দিতে রিয়ালের সময় লাগে প্রায় এক ঘণ্টা। ৬৪ মিনিটে পালমাসের ডিফেন্ডার অ্যালেক্স সুয়ারেজ বক্সে হ্যান্ডবল করায় পেনাল্টি পায় রিয়াল। ভিএআর চেক শেষে ৬৯ মিনিটে স্পটকিক থেকে গোল করে রিয়ালকে ম্যাচে ফেরান ভিনি।
এরপর নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে বক্সের ভেতর থেকে জোরাল শটে রিয়ালের জালে বল পাঠিয়ে উল্লাসে মাতেন পালমাসের মিডফিল্ডার ভিতি। তবে আক্রমণের শুরুতে জেমি মাতা অফসাইডে থাকায় গোল মেলেনি। বেঁচে যায় রিয়াল। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে শিরোপাধারীরা। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতালান ক্লাব বার্সেলোনা। ২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে পালমাস। আগামী রোববার লা লিগায় রিয়াল বেতিসের মুখোমুখি হবে আনচেলত্তির দল। এর আগে শনিবার শীর্ষে থাকা বার্সার ম্যাচ রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০