স্পোর্টস ডেস্ক:: স্কুলের শিক্ষার্থীরা যাতে পিএসএলের ম্যাচ দেখতে পারেন সেজন্য পাকিস্তানের লাহোর শহরের স্কুলগুলোর সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পাঞ্জাব সরকার স্কুল শিক্ষার্থীদের ম্যাচ দেখা, নিরাপত্তা ব্যবস্থা এবং যানজট এড়াতে এমন উদ্যোগ নিয়েছে।
পাকিস্তান সুপার লিগে ম্যাচ ডে’তে মাঝে মধ্যে দু’টি করে ম্যাচ হবেন। প্রথম ম্যাচ বিকেলে, দ্বিতীয় ম্যাচ রাতে। ম্যাচগুলো নির্বিঘ্নে আয়োজন ও স্কুল শিক্ষার্থীদের উপভোগের জন্য স্থানীয় স্কুলের সূচিতে পরিবর্তন আনা হয়। স্কুলের সূচি পরিবর্তনের বিষয়টি সম্প্রতি ঘোষণা করেছে পাঞ্জাব সরকার।পরবর্তিত সময়ে স্কুলের সূচি ২১ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।
পাঞ্জাব সরকার জানিয়েছে, লাহোরের সব সরকারি ও বেসরকারি স্কুল এই কয়েক দিন স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে। স্কুল দুপুরের আগেই শেষ হয়ে যাওয়াতে পিএসএলের ম্যাচগুলো বিকেলে এবং রাতে আয়োজনে কোনো সমস্যা হবে না।
নিরাপত্তার জন্য পিএসএলের ম্যাচ খেলতে দলগুলো যখন যাতায়াত করবে সেই সময় সংশ্লিষ্ট রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হবে। দলগুলো টিম হোটেল থেকে অনুশীলন ভেন্যু, ম্যাচ ভেন্যুতে যাতায়াত করে এই নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ওই সময় স্কুলগুলো ছুটি হলে রাস্তায় যানজটের সৃষ্টি হতে পারে।
২৪ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত লাহোরে হবে লিগ পর্বের ম্যাচ। ১৪ মে প্রথম এলিমিনেটর ও ১৬ মে দ্বিতীয় এলিমমিনেটর ম্যাচও হবে লাহোরে। এরপর ১৮ মে ফাইনাল ম্যাচটিও হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
১১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত পাকিস্তান সুপার লিগের খেলা হবে। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগের দশম আসরে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামসহ সব ভেন্যু মিলিয়ে মোট ম্যাচ হবে ৩৪টি। রাওয়ালপিন্ডিতে আগামি ১১ এপ্রিল উদ্বোধনী ম্যাচে রাতে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০