নিজস্ব প্রতিবেদকঃ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। লাহোর কালান্দার্স দলে ভিড়িয়েছে তামিমকে, অপরদিকে মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নিয়েছে মুলতান সুলতানস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র পেয়ে গেছেন এই দুই ক্রিকেটার।
এবারের পিএসএলের আসরের শেষ পর্যায়ে এসে করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে পড়ে গত মার্চে। তবে টুর্নামেন্টের নকআউট পর্বের দুটি এলিমিনেটর ম্যাচ, একটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ কেবল বাকি আছে। আগামী ১৪, ১৫ ও ১৭ নভেম্বর ম্যাচগুলি হবে করাচিতে।
দেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আগামী ১৫ নভেম্বর হওয়ার কথা থাকলেও, সেটি শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে। মূলত এই কারণেই তামিম-মাহমুদউল্লাহ’র সেখানে খেলতে আপত্তি নেই বিসিবির। আগামী ১০ নভেম্বরই পাকিস্তানের উদ্দেশ্যে এই দুই ক্রিকেটার উড়াল দেওয়ার কথা রয়েছে। এর আগে দু’জনেরই পিএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা