স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) টানা দ্বিতীয় শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। শনিবার রাতের ফাইনালে রোমাঞ্চকর জয় পেয়েছে শাহিন আফ্রিদির দল। মুলতান সুলতান্সের বিপক্ষে শেষ ওভারের নাটকে ১ রানে জিতেছে লাহোর। এতে গত আসরের মতো এবারো শিরোপা উৎসবে মাতল দলটি।
রোববার এবারের পিএসএলের সেরা দল ঘোষণা করা হয়েছে। সেখানে লাহোরকে চ্যাম্পিয়ন করা আফ্রিদির কাঁধেই আছে নেতৃত্ব। ওপেনার হিসেবে আছেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। তিনে মারকুটে মোহাম্মদ হারিস, এরপর রাইলি রুশো। পাঁচে আজম খান। এরপর তিন তারকা অলরাউন্ডার কাইরন পোলার্ড, ইমাদ ওয়াসিম, রাশিদ খান। পেস বোলিং অ্যাটাকে আব্বাস আফ্রিদি, ইহসানউল্লাহ। টুয়েলভথ ম্যান হিসেবে টুর্নামেন্ট সেরা দলে পেশোয়ার জালমির তরুণ ওপেনার সাইম আইয়ুব।
রিজওয়ান টুর্নামেন্টের ১২ ম্যাচে সব থেকে বেশি ৫৫০ রান সংগ্রহ করেছেন। ১১ ম্যাচে ব্যাট করতে নেমে বাবর সংগ্রহ করেছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৫২২ রান। রাইলি রুশো ১১ ম্যাচে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ৪৫৩ রান করেন। ফখর জামান ১৩ ম্যাচে টুর্নামন্টের চতুর্থ সর্বোচ্চ ৪২৯ রান সংগ্রহ করেন। তবে জায়গা পান নি সেরা দলে।
১১ ম্যাচে টুর্নামেন্টের সর্বোচ্চ ২৩টি উইকেট নেওয়া আব্বাস আফ্রিদি দলে জায়গা করে নিয়েছেন। ১২ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ২২টি উইকেট নেওয়া ইসানউল্লাহও রয়েছে সেরা দলে। রশিদ খান ১১ ম্যাচে ২০টি উইকেট নিয়েছেন। আফ্রিদি ১২ ম্যাচে নিয়েছেন ১৯টি উইকেট।
পিএসএল সেরা দলঃ শাহিন আফ্রিদি (অধিনায়ক, লাহোর কালান্দার্স), মোহাম্মদ রিজওয়ান (মুলতান সুলতান্স), বাবর আজম (পেশোয়ার জালমি), মোহাম্মদ হারিস (পেশোয়ার জালমি), রাইলি রুশো (মুলতান সুলতান্স), আজম খান (ইসলামাবাদ ইউনাইটেড), কাইরন পোলার্ড (মুলতান সুলতান্স), ইমাদ ওয়াসিম (করাচি কিংস), রশিদ খান (লাহোর কালান্দার্স), আব্বাস আফ্রিদি (মুলতান সুলতান্স) ও ইসানউল্লাহ (মুলতান সুলতান্স)।
সাইম আয়ুব (দ্বাদশ ক্রিকেটার, পেশোয়ার জালমি)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post