স্পোর্টস ডেস্কঃ সব ঠিক থাকলে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আসরকে ঘিরে তোড়জোর শুরু হয়েছে দেশটিতে। এবার পিএসএল কর্তৃপক্ষ ঘোষণা করলো তারকা ধারাভাষ্য প্যানেল। ওয়াকার ইউনিস, ড্যানি মরিসন, বাজিদ খানরা আছেন সেখানে। তবে নাম নেই রমিজ রাজার।
পিএসএলে এবার ধারাভাষ্য দেবেন ওয়াকার ইউনিস, তারিক সাইদ, ড্যানি মরিসন, মার্ক বুচার, নিক রাইট, বাজিদ খান, সিকান্দার বখত, কাস নাইডু এবং উরোজ মুমতাজের মতো তারকারা। এছাড়া উপস্থাপক হিসেবে দেখা যাবে জয়নব আব্বাস ও এরিন হল্যান্ড।
তবে রমিজ রাজার নাম নেই পিএসএলের ধারাভাষ্যকারদের তালিকায়। কিছুদিন আগে পিসিবি চেয়ারম্যানের পদ ছাড়তে হয়ে রমিজ রাজাকে। সাবেক এই ব্যাটার এরপরই ঘোষণা দেন, পুনরায় কমেন্ট্রি বক্সে ফিরতে যাচ্ছেন তিনি। তবে জায়গা হয়নি পিএসএলের ধারাভাষ্যকারদের তালিকায়।
মূলত পিসিবির সাথে দ্বন্দ্বের কারণেই পাননি রমিজ রাজা সুযোগ। সদ্যই জানিয়েছিলেন, পিসিবি চায় তিনি ক্ষমা চেয়ে যেন পিএসএলে ধারাভাষ্য দিতে যান। পিসিবির সাথে এমন কথার লড়াইয়ে জড়িয়ে সুযোগ আর পাচ্ছেন না তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা