স্পোর্টস ডেস্ক:: আজ থেকে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। বুধবার আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে পেশোয়ার জালমি। নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে বাংলাদেশের সাকিব আল হাসানকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। প্লেয়ার্স ড্রাফট থেকে দল না পেলেও তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে পেশোয়ার। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পিএসএলের অষ্টম আসরে খেলবেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
সোমবার রাতে পেশোয়ার জালমি কর্তৃপক্ষ তাদের ফেরিফাইড ফেসবুকে পেজে এব স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। ব্যাট হাতে সাকিবের ছবি দিয়ে লিখেছে, ইয়োলো স্ট্রমে ফিরেছেন সাকিব আল হাসান। পেশোয়ার এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে করাচি কিংসের বিপক্ষে। মঙ্গলবারের করাচির বিপক্ষে ম্যাচ থেকেই একাদশে থাকতে পারবেন সাকিব।
ড্রাফটে থাকলেও সাকিব প্রথমে দল পান নি এবারের পিএসএলে। তবে ব্যক্তিগত পর্যায়ে চুক্তি করে তাঁকে দলে নিয়েছে পেশোয়ার। তবে জাতীয় দলের সিরিজ থাকায় পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন না বাঁহাতি এই অলরাউন্ডার। চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত এ টুর্নামেন্টে খেলবেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০