স্পোর্টস ডেস্ক:: পিএসএলে রাওয়াল পিন্ডিতে দুই দল মিলিয়ে ৩৬.২ ওভারে দুই সেঞ্চুরিতে তুলেছে ৪৮৩ রান। পেশোয়ার জালমির বাবর আজমের সেঞ্চুরির জবাবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জেসন রয়ের প্রায় দেড়শো ছুঁই ছুঁই ইনিংস। শতক হাঁকিয়ে পেশোয়ারের অধিনায়ক বাবর আজম রানআউট হয়েছেন। সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থেকে ৮ উইকেটের বড় ব্যবধানে দলের নিশ্চিত করে মাঠ ছেড়েছেন জেসন রয়।
রাওয়াল পিন্ডিতে দুই দল মিলিয়ে ৩৬.২ ওভারে তুলেছে ৪৮৩ রান। আগে ব্যাট করা পেশোয়ার জালমি ২ উইকেটে তুললো ২৪০ রান। জবাবে খেলতে নামা কোয়েটা গ্ল্যাডিয়েটর্সও ২ উইকেটে হারিয়ে ২৪৩ রান করলো ১.৪ ওভার হাতে রেখেই।
পেশোয়ার জালমি টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার বাবর আজম ও সিয়াম আইয়ুবের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২৪০ রানে থামে। মাত্র ৬৫ বলে ১১৫ রানের ঝলমলে ইনিংস খেলে রানআউট হয়েছেন অধিনায়ক বাবর। ১৫ চার আর তিন ছক্কায় দর্শকদের মুগ্ধ করেন পেশোয়ার অধিনায়ক। ৩৪ বলে ৭৪ রান করেন সিয়াম আয়ুব। ছয় চার আর পাঁচ ছয়ে সাজান নিজের ইনিংসটি। ৩৫ রানে অপরাজিত থাকেন রভম্যান পাওয়েল।
কোয়েটার হয়ে ডোয়াইন প্রিটোরিয়ার্স ১টি উইকেট লাভ করেন।
২৪১ রানের টার্গেটে খেলতে নামা কোয়েটাও দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় ১৮.২ ওভারে। ওপেনার জেসন রয় ১৪৫ রানের বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৬৩ বলের ইনিংসে বিশ চার ও পাঁচ ছক্কায় ম্যাচ শেষ করেন তিনি। ৪১ রানে অপরাজিত থেকে তার সঙ্গী হন মোহাম্মদ হাফিজ।
পেশোয়ার জালমির হয়ে মুজিবুর রহমান ও ওহাব রিয়াজ ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post