স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান সুপার লিগ ক্রিকেটে ৫৪ চার ও ২১ ছক্কার দুই সেঞ্চুরির এক ম্যাচ দেখলেন সমর্থকেরা। পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ম্যাচে কে কাকে ছাড়িয়ে যাবেন যেনো সেই প্রতিযোগিতাই হলো। সেঞ্চুরি করলেন পেশোয়ারের অধিনায়ক বাবর আজম। কোয়েটার বোলাররা সাজঘরে পাঠাতে পারেননি তাকে। রানআউট হয়েছেন তিনি।
জবাবে কোয়েটার বিদেশী জেসন রয় সেঞ্চুরি করেও থামেননি। দেড়শো ছুঁই ছুঁই ইনিংস খেলে অপরাজিত থেকে দল জিতিয়ে ছাড়লেন মাঠ। ৪৮৩ রানের ম্যাচ সমর্থকেরা মন ভরে উপভোগ করলেন। চার/ছক্কার বৃষ্টি দেখলেন। রাওয়াল পিন্ডিতে দুই দল মিলিয়ে ব্যাট করেছে ৩৬.২ ওভার। পেশোয়ার আগে ব্যাট করে দুই উইকেট হারিয়েছে। পরে ব্যাট করে কোয়েটাও জয় পেয়েছে দুই উইকেট হারিয়ে।
পেশোয়ার জালমির ব্যাটাররা চার হাঁকিয়েছেন ২৪টি। জবাবে কোয়েটার ব্যাটাররাও বাউন্ডারি হাঁকিয়েছেন তাদের চেয়ে বেশি। জেসন রয়রা ৩০টি বাউন্ডারি আদায় করেছেন। বাবর আজমের পেশোয়ার ছক্কা হাঁকিয়েছে ১১টি। ছক্কার মারে অবশ্য পিছিয়ে ছিলো কোয়েটা। মোহাম্মদ নওয়াজের দল ছক্কা হাঁকিয়েছে ১০টি।
পেশোয়ার জালমি টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার বাবর আজম ও সিয়াম আইয়ুবের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২৪০ রানে থামে। মাত্র ৬৫ বলে ১১৫ রানের ঝলমলে ইনিংস খেলে রানআউট হয়েছেন অধিনায়ক বাবর। ১৫ চার আর তিন ছক্কায় দর্শকদের মুগ্ধ করেন পেশোয়ার অধিনায়ক। ৩৪ বলে ৭৪ রান করেন সিয়াম আয়ুব। ছয় চার আর পাঁচ ছয়ে সাজান নিজের ইনিংসটি। ৩৫ রানে অপরাজিত থাকেন রভম্যান পাওয়েল।
কোয়েটার হয়ে ডোয়াইন প্রিটোরিয়ার্স ১টি উইকেট লাভ করেন।
২৪১ রানের টার্গেটে খেলতে নামা কোয়েটাও দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় ১৮.২ ওভারে। ওপেনার জেসন রয় ১৪৫ রানের বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৬৩ বলের ইনিংসে বিশ চার ও পাঁচ ছক্কায় ম্যাচ শেষ করেন তিনি। ৪১ রানে অপরাজিত থেকে তার সঙ্গী হন মোহাম্মদ হাফিজ।
পেশোয়ার জালমির হয়ে মুজিবুর রহমান ও ওহাব রিয়াজ ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post