স্পোর্টস ডেস্ক:: প্রথমবারের মতো বিদেশী লিগে খেলার সুযোগ পেলেন রিশাদ হোসেন। বাংলাদেশের এই তারকা পাকিস্তান সুপার লিগে খেলার জন্য ঢাকা ছেড়েছেন। সোমবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
এই লেগস্পিন অলরাউন্ডার পিএসএলে খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। এর আগেও ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়ে ছিলেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তিপত্র না দেওয়ায় গ্লোবাল টি-২০ লিগে খেলতে পারেননি। এবারো এনওসি পান কিনা সেটা নিয়ে শঙ্কা ছিলো। তবে বিসিবি শেষ পর্যন্ত পাকিস্তানের লিগে খেলার জন্য এনওসি দেয়।
আগামি ১১ এপ্রিল রিশাদের লাহোর কালান্দার্সের ম্যাচ। তার আগে দলের সঙ্গে যোগ দিতে আজ ঢাকা ছেড়েছেন তিনি। বিমানবন্দরে সাংবাদিকদের জানিয়েছেন, চ্যাম্পিয়ন হয়েই ফিরতে চান। পিএসএলের দশম আসরে প্রথমবারের মতো খেলছেন বাংলাদেশের এই তারকা স্পিনার।
দেশ ছাড়ার আগে সমর্থকদের কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘প্রথমে আলহামদুলিল্লাহ। এনওসি পেয়েছি, যাচ্ছি পাকিস্তানে। আমার কাছে মনে হয় না এর থেকে বড় খুশির কিছু হতে পারত। ভালো করার চেষ্টা করব। ইনশাআল্লাহ, টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে চাই।’
১১ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামে রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স। একই দিনে আরেক বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানার দল পেশোয়ার জালমিও প্রথম ম্যাচ খেলবে। তবে বিসিবি নাহিদ রানাকে অনাপত্তিপত্র দেয়নি।
জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টের জন্য নাহিদ রানা বিসিবির ছাড়পত্র পাননি পিএসএলে। রিশাদ হোসেন জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্টের আগ পর্যন্ত এনওসি পেয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০