স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান সুপার লিগে দল পেলেন লিটন দাস। বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটারকে দলে নিয়েছে করাচি কিংস। আজ ড্রাফট অনুষ্ঠিত হয় লাহোরে। সেখানে দল পান এই তারকা ক্রিকেটার। এর আগে বাংলাদেশের আরেক ক্রিকেটার নাহিদ রানাকে দলে নেয় পেশোয়ার জালমি।
আগামী ৮ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত হওয়ার কথা এবারের পিএসএল
ঐতিহ্যবাহী লাহোর ফোর্টে বসেছে পিএসএলের প্লেয়ার্স ড্রাফট। দেশটির ক্রিকেটারদের পাশাপাশি নাম দিয়েছেন ৫১০ জন বিদেশি ক্রিকেটার। যেখানে বাংলাদেশেরও ৩৯ ক্রিকেটার নাম দিয়েছেন।
প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এই দুজনই প্রথম ডাকে অবিক্রিত ছিলেন আজ। তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।