পিএসজিকে জেতাতে পারলেন না মেসি-এমবাপেরা

0
58

স্পোর্টস ডেস্ক:: লিগ ওয়ানে আবারো হারতে হলো পিএসজিকে। মেসি-এমবাপেরা জেতাতে পারেননি দলকে। টানা চার জয়ের পর আবারো তাই পরাজলের স্বাদ পেলো ফরাসি জায়ান্টরা। তারকায় ঠাসা দলটিকে ২-০ গোলে ধরাশীয় করেছে রেনে।

লিগ ওয়ানের ম্যাচে মেসি-এমবাপেরা রেনের জালেরই দেখা পাননি। তারকারদের গোলহীনতার দিনে পিএসজিকেও তাই থামাতে হয়েছে জয়ের রথ। মাঠ ছাড়তে হয়েছে মাথা নিঁচু করেই।

রেনের কাছে পরপর দু’বার পরাস্ত হলো মেসিরা। তারকায় ঠাসা দলটি একের পর এক আক্রমণ করেছে টিকই, তবে গোলের দেখা পায়নি। দুই অর্ধের দুই গোলে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে এমবাপেদের। দুই হজম করলেও তাই শোধ করা হয়নি একটি গোলও।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিলো পিএসজি। মৌসুমের প্রথম দেখার হারের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠে। তবে সুযোগ পায়নি প্রথমার্ধে। উল্টো প্রথমার্ধের শেষ দিকে পিছিয়ে পড়ে দলটি। ম্যাচের ৪৫তম মিনিটে একাম্বি এগিয়ে দেন রেনেকে। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রেনে।

বিরিতর পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়া মাত্রই আবারো পিএসজিকে স্তব্ধ করে দেয় রেনে। ম্যাচের ৪৮তম মিনিটেই ব্যবধান বাড়িয়ে নেন আহনু কালিমেন্দু। ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়া রেনে নিজেদের রক্ষণে গড়ে তুলে দুর্গ। যে দুর্গে আর আঘাত করতে পারেননি মেসিরা। ২-০ ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদেরকে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here