স্পোর্টস ডেস্কঃ ২০১৭ সাল থেকে বার্সার জার্সি গায়ে দেওয়া ওসমান দেম্বেলে বদলাচ্ছেন ক্লাব। স্প্যানিশ ক্লাবটি ছেড়ে পিএসজিতে যাচ্ছেন এই তারকা ফরোয়ার্ড! ২০১৭ সালে জার্মান বুন্দেসলিগার ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে প্রায় ১৩০০ কোটি টাকায় দেম্বেলেকে নিয়ে আসে কাতালানরা। তবে এবার ছেড়ে যাচ্ছেন স্পেন। নিজ দেশ ফ্রান্সের শীর্ষ ক্লাব পিএসজিতে কিলিয়ান এমবাপের বদলি হিসেবে দেখা যাবে তাঁকে।
দলবদলের খবরের জন্য বিখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, পিএসজিতে পাঁচ বছরের চুক্তির ব্যাপারে মৌখিকভাবে সম্মতি দিয়েছেন দেম্বেলে। ফরাসি এই উইঙ্গারের সঙ্গে ব্যক্তিগত শর্তাদি নিয়ে সমস্যার সমাধান করে ফেলেছে প্যারিসের দলটি। ৫ কোটি ইউরো রিলিজ ক্লজ কার্যকর করে তাঁকে কিনে নেওয়ার একেবারে কাছে তারা।
বার্সার হয়ে ১৮৫ ম্যাচ খেলে ৪০টি গোল করেছেন দেম্বেলে। জিতেছেন তিনটি লা লিগা, দুটি কোপা দেল রে এবং দুটি স্প্যানিশ সুপার কাপ। যদিও ৬ বছরের বার্সা অধ্যায়ের অনেকটা সময় তিনি মাঠের বাইরে ছিলেন। চোটের কারণে ক্যারিয়ারের দীর্ঘ একটা সময় খেলতে পারেন নি দেম্বেলে। একের পর এক চোট তাকে বার্সেলোনার হয়ে সেরাটা মেলে ধরতে দেয়নি। তবে স্প্যানিশ ক্লাবটি দুঃসময়ে তাঁর পাশে ছিল সব সময়।
এদিকে নতুন মৌসুম শুরুর আগে ৫ বছরের চুক্তিতে পিএসজিতে নাম লেখান মিলান স্ক্রিনিয়ার। ‘ফ্রি ট্রান্সফারে’ স্লোভাকিয়ার এই ডিফেন্ডারকে দলে ভিড়িয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। সাবেক স্পেন কোচ লুইস এনরিকে পিএসজির দায়িত্ব নেওয়ার পর একাধিক খেলোয়াড় দলে টানছে পিএসজি। যদিও ইতোমধ্যে তাদের বিদায় বলে দিয়েছেন সার্জিও রামোস-লিওনেল মেসিদের মতো তারকারা। এমবাপেও ছাড়তে হতে পারে ফ্রেঞ্চ জায়ান্টদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post