স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগে গত রাতে ঘুরে দাঁড়িয়ে পিএসজিকে হারাল এসি মিলান। জয় খরা কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠার আশা জোরাল রাখল ইতালির দলটি। সান সিরোয় মঙ্গলবার রাতের ম্যাচে ২-১ গোলে জিতেছে এসি মিলান।
প্রতিপক্ষের মাঠে মিলান স্ক্রিনিয়ারের গোলে পিএসজি এগিয়ে যাওয়ার পর সমতা টানেন রাফায়েল লেয়াও। বিরতির পর অলিভিয়ে জিরুর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান ক্লাবটি। মিলানের এই জয়ে ‘এফ’ গ্রুপের লড়াই আরও জমে উঠেছে। চার ম্যাচে দুই ড্র, এক হার ও জয়ে পাঁচ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের তিনে মিলান। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে পিএসজি এবং ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বরুশিয়া ডর্টমুন্ড। ৪ পয়েন্ট নিয়ে চারে নিউক্যাসল।
মিলানের মাঠে ৯ মিনিটের মাথায় এগিয়ে যায় পিএসজি। মার্কুইনহোসের অ্যাসিস্টে এ সময় দলকে এগিয়ে নেন স্ক্রিনিয়ার। তিন মিনিট পরই সমতায় ফেরে মিলান। এ সময় দারুণ এক গোল করেন লেয়াও। সান সিরোর দর্শকরা প্রথমার্ধে গোল দেখে ওই দুটোই। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটের মাথায় জালের দেখা পান জিরু। সেটিই ছিল ম্যাচের শেষ গোল। এরপর একাধিক বার দুদল চেষ্টা চালালেও গোল দেয়া হয়ে উঠেনি কারোরই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০