স্পোর্টস ডেস্ক:: ব্রাজিলিয়ান তারকা নেইমারকে যে আশায় নিয়েছিলো পিএসজি, তার কিছুই হচ্ছে না। ফরাসি ক্লাবটি এই তারকাকে তাই বিক্রি করে দিতে চায়। ভালো কোনো প্রস্তাব পেলেই তাকে ছেড়ে দেবে ক্লাবটি। মূলত তার ফর্মে না থাকার কারণেই ক্লাবটির কর্তারা হতাশ।
তবে নেইমারের সাবেক সতীর্থ থমাস মুনিয়ের দাবি করেছেন, পিএসজিতে যাওয়ার পরই নেইমার ফর্ম হারিয়েছেন। ব্রাজিলিয়ান তারকার পায়ের জাদু আর আর নেই। ২০১৭ সালে ‘রেকর্ড’ দামে ক্লাব বদল করে ছিলেন এই তারকা। পাঁচ বছর ধরে পিএসজিতে থাকলেও ক্লাবটিতে রাখতে পারছেন না বড় কোনো ভূমিকা। মুনিয়ের দাবি- এরপর থেকেই নেইমারের পারফরম্যান্স নিচে নামতে শুরু করেছে।
পাঁচ বছরের বেশ কিছুটা সময় মাঠের বাইরেই থাকতে হয়েছে নেইমারকে। পিএসজি বড় কোনো ম্যাচের আগেই চোটের কারণে এই তারকাকে দল থেকে হারায়। সব মিলিয়ে ক্লাবটির কর্মকর্তারা আর নেইমারকে চাচ্ছেন। তবে তার সাবেক সতীর্থ দাবি করলেন- ফরাসি ক্লাবে এসেই জৌলস হারিয়েছেন তিনি।
ডর্টমুণ্ডে যাওয়ার আগে নেইমারের সঙ্গে খেলেছেন এই বেলিজয়ান তারা। থমাস মুনিয়ের বলেন, ‘আমাকে স্বীকার করতে হবে যে আমি নেইমারের একজন বড় ভক্ত ছিলাম। যখন সে বার্সেলোনাতে খেলেছিল। তবে প্যারিসে, আমার দৃষ্টিকোণ থেকে সে তার জাদু হারিয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০