স্পোর্টস ডেস্ক:: ফরাসি তারকা কিলিয়ান এমবাপের সঙ্গে ক্লাবের যে বনিবনা হচ্ছে না তা আরো একবার জানিয়ে দিলেন তিনি। বিশ্বকাপ জয়ী এই ফুটবলার জানিয়েছেন, পিএসজিতে খেলে কোনো লাভই হচ্ছে না তার। ক্লাবটিকে তিনি বিবেদ সৃষ্টিকারী ক্লাব হিসেবেও চিহৃিত করছেন।
ক্লাব ফুটবলের বিরতিতে ফ্রান্সের হয়ে খেলছেন এমবাপে। সেখানেই দেশটির একটি গণমাধ্যমে দিয়েছেন সাক্ষাৎকার। জানিয়েছেন ক্লাব নিয়ে তার মনোভাবের কথা। বলেছেন, প্যারিসের ক্লাবটিতে তিনি আর চুক্তি নবায়ন করবেন না।
এমবাপে জানিয়েছেন, তিনি এখনো তরুন। তার এখনো অনেক কিছু দেখার এবং শেখার রয়েছে। মেসি-রোনালদোদের কীর্তিগুলোকে তিনি স্বাভাবিক ভাবেই দেখছেন। জানিয়েছেন ভক্তরাও এটা চায়।
কিলিয়ান এমবাপে বলেন, ‘আমি এখনও তরুণ এবং আমারও অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। আমিও মেসি-রোনালদো যা করেছেন, অন্য কিংবদন্তিরা যা করেছেন সেটাকে একসময় স্বাভাবিক হিসেবে দেখেছি। এটা ভোক্তা সমাজ। এখানে ‘ভালো হচ্ছে, তবে আরও ভালো করতে হবে।’ এমনটা বলা হয়।
ফরাসি চ্যাম্পিয়নদের জার্সিতে খেলে কোনো লাভ হচ্ছে জানিয়ে এমবাপে বলেন, ‘আমি মনে করি, পিএসজিতে খেলে আমার তেমন একটা লাভ হচ্ছে না। কারণ এটা বিভেদ সৃষ্টিকারী দল, বিভেদ সৃষ্টিকারী ক্লাব। সুতরাং এখানে অনেক বেশি গল্প ছড়াবে। এটা আমাকে বিরক্ত করে না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০