স্পোর্টস ডেস্কঃ লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপের মত তারকাখচিত দল নিয়েও এই মৌসুমে পিএসজির প্রাপ্তি শুধু ফ্রান্সের লিগ শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে বাদ পড়ায় কোচ মারিসিও পচেত্তিনোকে বিদায় দেয়ার কথা ভাবতেই পারে প্যারিসের ক্লাবটি। গুঞ্জন ছড়াচ্ছে, পচেত্তিনোর স্থানে ইউরোপের ফুটবলে সবচেয়ে পরিচিত মুখ হোসে মরিনহোকে নিয়ে আসছে পিএসজি। তবে এবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ চান জিনেদিন জিদান দায়িত্ব নিক পিএসজির।
আরএমসি স্পোর্টে জিদানের ব্যাপারে ম্যাক্রোঁ বলেন, ‘জিদানের সঙ্গে আমার এখনো কথা হয়নি। তবে আমি তার বড় ভক্ত। খেলোয়াড় এবং কোচ দুটোরই সে গুণমুগ্ধ। ফ্রান্সে আমরা তার উপস্থিতি চাই। জিদানের মতো প্রতিভাবান ক্রীড়াবিদ ও কোচের আমাদের খুব প্রয়োজন। আমি আশা করি ফ্রান্সের জন্য সে ফিরে আসবে এবং এখানের বড় ক্লাবকে প্রশিক্ষণ করাবে।’
এদিকে শেষ মুহূর্তে পিএসজিতে থেকে যাওয়ার ব্যাপারে রাজি হন এমবাপে। ফরাসি এই তারকাকে রাজি করান ফ্রান্সের রাষ্ট্রপ্রধান। ম্যাক্রোঁ বলেছেন, ‘এমবাপের সঙ্গে আমি কথা বলতে পেরেছিলাম, কিন্তু সে তার বিবেকবোধ থেকে সিদ্ধান্ত নিয়েছে। সে খুব পরিণত, অনেক দায়িত্ববোধের সঙ্গে সে তার ক্যারিয়ার তৈরি করছে এবং প্রতিশ্রুতি রক্ষা করছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০