পিএসজিতে মেসি-নেইমারদের সঙ্গী একিতিতে

0
30

স্পোর্টস ডেস্কঃ সময়ের সেরা খেলোয়াড়দের একজন কিলিয়ান এমবাপে গত কয়েক মৌসুম ধরেই পিএসজির সেরা পারফর্মার। সময়ের সঙ্গে তার খেলায় ধার বেড়েছে আরও, তার প্রতি দলের নির্ভরতাও বেড়েছে বেশ। এর আগে ২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ইউরোয় বার্সেলোনা থেকে নেইমারকে দলে টেনেছিল প্যারিসের দলটি। ওই সময়ে তাকে ঘিরেই দলটি সাজিয়েছিল তাদের ভবিষ্যৎ পরিকল্পনা। মূল চাওয়া ছিল, অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়। এরপর গত মৌসুমে লিওনেল মেসিও যোগ দেন ফ্রেঞ্চ জায়ান্টদের ঢেরায়। কিন্তু সময়ের সেরা আক্রমণভাগ নিয়েও অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয় করা সম্ভব হয় নি ক্লাবটির।

নতুন মৌসুম শুরুর আগে আক্রমণভাগে আরো শক্তি বাড়াল পিএসজি। স্তেদ দে রেমের হুগো একিতিতে এক মৌসুমের জন্য লোনে পেয়েছে তারা। ফরাসি এই স্ট্রাইকার পিএসজিতে লোন চুক্তি শেষ হবার পর থেকে যেতে পারবেন। ক্লাব এই তরুণ স্ট্রাইকারকে ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনে নিতে পারবে।

রেমের হয়ে ২৮ ম্যাচের ক্যারিয়ারে ১১ গোল করেছেন একিতিতে। চলতি দলবদলের বাজারে তাকে দলে নিতে উন্মুখ ছিল নিউক্যাসল ইউনাইটেড। তবে এই উঠতি ফরোয়ার্ড পিএসজির মত বড় ক্লাবকে বেছে নিয়েছেন। যদিও সেখানে তার ম্যাচ খেলার প্রবণতা ক্ষীণ! কারণ মেসি-নেইমার-এমবাপের মত তারকাদের মাঝে একিতিতেকে বাজিয়ে দেখার সাহস খুব একটা পাবেন না পিএসজি কোচ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here