পিএসজির কাছ থেকে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করলেন পচেত্তিনো

0
11

স্পোর্টস ডেস্ক:: পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনোকে বরখাস্ত করেছিলো। আর এজন্য মেসি-নেইমারদের ক্লাবটির কাছ থেকে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করেছেন এই আর্জেন্টাইন কোচ। ক্লাবের কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে ১০ মিলিয়ন ইউরো ইতিমধ্যে তিনি বুঝেও নিয়েছেন।

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে না পারায় পিএসজির কর্তারা ব্যর্থতার জন্য কোচ পচেত্তিনোকে বরখাস্ত করেন। কিন্তুু তার চুক্তির মেয়াদ শেষ হয়নি। তাই চুক্তির বাকী টাকা দাবি করেন এই কোচ। টাকা না দিলে আইনী ব্যবস্থার হুমকিও দেন তিনি। জামেলা এড়াতে তাই পিএসজির কর্মকর্তারা ১০ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দিতে বাধ্য হন।

আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো ২০২১ সালের জানুয়ারিতে ক্লাবটির কোচের দায়িত্ব দেন। দেড় বছরের মতো সময় তিনি সময়ের সেরা তারকা মেসি, নেইমার-এমবাপেদের কোচের দায়িত্ব সামলান। বড় বড় তারকা নিয়েও জিততে পারেননি চ্যাম্পিয়ন্স লিগ। একবার লিগ ওয়ানের শিরোপা জিতেন। তবে তাতে মন ভরেনি পিএসজির কর্তাদের।

ফরাসি ক্লাবটি পচেত্তিনোর জায়গায় নতুন কোচের সন্ধানও করছে। আগামি সপ্তাহেই হয়তো কোচের ঘোষণা আসতে পারে পিএসজির কাছ থেকে। কোচ বিদায়ের পর নতুন করে গুঞ্জন উঠেছে নেইমারও প্যারিস ছাড়তে চাইছেন। ২০১৭ সালে রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফিতে ফরাসি ক্লাবটিতে আসা এই তারকা ৪টি ফরাসি লিগ, ৩টি ফ্রেঞ্চ কাপসহ ১১টি শিরোপাও জিতেছেন।

তবে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতার স্বপ্ন পূরণ হয়নি। নেইমার, মেসি, এমবাপেদের মতো তারকা থাকারও পরও এই শিরোপা জেতা হয়নি দলটির। যা রীতিমতো ভাবিয়ে তুলেছে ক্লাব কর্তাদের। এতো এতো টাকা খরচ করেও যে সাফল্যের মুখ দেখছেন না তারা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here