পিএসজির কোচের অনুমতি না নিয়েই সৌদী সফরে গেছেন মেসি

0
79

স্পোর্টস ডেস্ক:: সৌদীতে যাওয়ার জন্য পিএসজির কোচ ও ক্রীড়া উপদেষ্টার কাছে অনুমতি চেয়েছিলেন লিওনেল মেসি। তবে তারা অনুমতি দেননি। এরপরও মেসি সৌদী আরব সফরে গেছেন। লারিয়াঁর বিপক্ষে হারের পর আর্জেন্টাইন অধিনায়ক ছুটি চান। ছুটি না মিললেও সৌদীরের ফ্লাইটে উঠেন তিনি।

পিএস জি কোচ ক্রিস্তোফ গালতিয়ে ও ক্রীড়া উপদেষ্টা লুইস কাম্পোসের কাছে অনুমতি চেয়ে ছিলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ফরাসি গণমাধ্যম লেকিপ তাদের প্রতিবেদন এমনটা জানিয়েছেন। গণমাধ্যমটি বলছে, কোচ ও ক্রীড়া উপদেষ্টা অনুমতি দেননি মেসিকে। কারণ পরদিন দলের অনুশীলন ছিলো।

ক্রিস্তোফ ও লুইসের কাছে প্রত্যাখাত হয়ে মেসি পিএসজির মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেন। মালিক পক্ষের সবুজ সঙ্কেত নিয়েই তিনি সৌদী আরবে চলে যান। লেকিপ তাদের প্রতিবেদন আরো জানিয়েছে, মূলত সৌদীর পর্যটন দূত হিসেবেই দেশটিতে সফরে গেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

তবে তার এই সফর আলোচনা ছড়াচ্ছে ভিন্ন কারণে। ক্লাবের সঙ্গে বনিবনা হচ্ছে না আর্জেন্টাইন তারকার। করেননি চুক্তি নবায়নও। তার ওপর বার্সেলোনা তাকে ফেরাতে চাচ্ছে। অন্য দিকে সৌদীর প্রো লিগের ক্লাব আল হিলালও দিয়ে রেখেছে লোভনীয প্রস্তাব। ৪০ কোটি ডলারের প্রস্তাব দিয়ে ক্লাবটি ডাকছে তাকে।

অনেকের ধারণা সৌদী সরকারের আমন্ত্রণে মেসি সফরে গেলেও আল হিলাল সুযোগটা কাজে লাগাতে চাইবে। মেসিকে দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনাও সেরে ফেলতে পারে ক্লাবটি। পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে ৩০ জুন। ক্লাবটি আগে জানিয়ে ছিলো, বিশ্বকাপের পরপরই তারা এই তারকার সঙ্গে চুক্তি নবায়ন করবে। কিন্তুু জানা যাচ্ছেন, বেতন বাড়ানোর দাবি করা হয়েছিলো মেসির পক্ষ থেকে। কিন্তুু ক্লাব রাজি হয়নি। তাই দুই পক্ষের চুক্তি স্বাক্ষরও হয়নি।

যার কারণে মেসি পিএসজি ছাড়তে পারেন। তার ফেরার অপেক্ষায় আছেন বার্সা সমর্থকেরাও। গুঞ্জন হয়ে ক্যাম্প ন্যু আবার ফেরাতে চায় তাকে। এরই মধ্যে আল হিলাল ৪০ কোটি ডলারের প্রস্তাব দিয়ে রেখেছে। সব মিলিয়ে মেসির আগামির ভবিষ্যত কোথায় হচ্ছে সেটা নিয়ে নানা আলোচনা হচ্ছে। অবশ্য ৩০ জুনের পরই জানা যাবে আসলে কোথায় যাচ্ছেন এই তারকা।

এক দিন আগেই মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন সৌদী আরবের। তার পরও আবার সৌদী সফরে তাই অনেকেই তার ভবিষ্যত দেখছেন প্রো লিগে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সৌদীর পর্যটন দূত হিসেবেই মেসি সফরে গেছেন।

সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল খতিব বিশ্বকাপ জয়ী অধিনায়কের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। এক টুইট পোস্ট তিনি লিখেন, ‘আমি কৃতজ্ঞতার সঙ্গে সৌদি আরবের পর্যটনের শুভেচ্ছাদূত লিওনেল মেসি ও তার পরিবারকে দ্বিতীয়বারের মতো এখানে ছুটি কাটাতে আসায় স্বাগত জানাচ্ছি। আমরা সৌদি আরবের ঐতিহ্যবাহী ও প্রকৃত অভ্যর্থনায় তাদের স্বাগত জানাতে পেরে আনন্দিত।’

মেসি যদি পিএসজি ছাড়তে চান, তবে সবচেয়ে লোভনীয় অফার অপেক্ষা করছে সৌদী প্রো লিগে। সৌদীর ক্লাব আল হিলাল ৪০ কোটি ডলারের প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে। লোভনীয়, অকল্পনীয় এই প্রস্তাবে তিনি রাজি হলে বর্তমান বেতনের চেয়ে কয়েকগুণ বেশি বেতন পাবেন।

ক্রীড়া বিশ্বে সর্বোচ্চ দামি ক্রীড়িবাদের স্থানটিও নিবেনে মেসি। তবে তিনি রাজি হন কিনা, সৌদীতে যাবেন কিনা সেটিই বড় প্রশ্ন। ক্যারিয়ারের পড়ন্ত বেলা ইউরোপের কাটাতে চান সর্বাধিক ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here