স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হেরছিল পিএসজি। ওই হারেই ইউরোপ সেরার লড়াইয়ে শেষ আটে যাওয়ার পথ তাদের জন্য কঠিন হয়ে গিয়েছিল।
মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনায় বুধবার রাতে অনুষ্ঠিত দ্বিতীয় লেগ ছিল প্যারিসিয়ানদের জন্য বাঁচা-মরার লড়াই। প্রথম লেগে ইনজুরির কারণে প্রথমার্ধে খেলতে না পারা কিলিয়ান এমবাপের জন্য ছিল ঘুরে দাঁড়ানোর লড়াই। ওই লড়াইয়েও হেরেছে পিএসজি।
ফিরতি লেগে ২-০ গোলে জিতেছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন। পিএসজির মাঠে প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল তারা। ৩-০ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেল বাভারিয়ানরা। তারকাখচিত দল নিয়ে শেষ ষোলো থেকে পিএসজি বাদ পড়ায় আনন্দিত লিভারপুল কিংবদন্তি জেমি কারাঘার।
সংবাদমাধ্যম সিবিএসের স্টুডিওতে বিশ্লেষক হিসেবে গিয়ে কারাঘার বলেছেন, ‘পিএসজির বিদায়ে আমি আনন্দিত। ওদের দল থেকে কোনো কিছুই আমার পছন্দ না। এটা কোনো দল নয়, স্রেফ জগাখিচুড়ি। গত ৭ বছরের মধ্যে পাঁচবারই শেষ ষোলো থেকে বিদায় নেওয়াটা কৌতুক ছাড়া আর কি!’
কারাঘার আরো জানান, শেষ ষোলো থেকে পিএসজির পাঁচবার বিদায় নেয়া কৌতুক বটে! তিনি বলেন, ‘ওরা যে কারো চেয়ে বেশি টাকা-পয়সা খরচ করে, বিশ্বের সেরা খেলোয়াড়েরাও আছে। এগুলোই বলে দেয় একটা দল হয়ে ওঠা কত গুরুত্বপূর্ণ। কিন্তু ওরা তা হতে পারেনি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post