স্পোর্টস ডেস্কঃ বহু আরাধ্য চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা এখনো জেতা হয়নি পিএসজির। তবে ক্লাবটির তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে আবারও দৃঢ় কণ্ঠে বললেন, এবারও তাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে বাদ পড়েছিল প্যারিসের দলটি।
পিএসজিতে অভিষেকের পর লিওনেল মেসি খুব একটা সুবিধা করতে পারছিলেন না প্রতিপক্ষ জালমুখে। ধীরে ধীরে ভরসার প্রতিফলন দিচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা। সঙ্গে এমবাপে-নেইমার তো আছেনই। তাই নতুন মৌসুমে শক্তিশালী দল হয়ে মাঠে নামার অপেক্ষায় পিএসজি।
শুক্রবার ফ্রান্সের সংবাদমাধ্যম বিএফএমটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপে তুলে ধরেন তাদের লক্ষ্যের কথা। সাক্ষাৎকারে ফ্রান্সের এই বিশ্বকাপজয়ী তারকা বলেন, ‘চ্যাম্পিয়নস লিগ জেতাই পিএসজির পরিষ্কার ও সুনির্দিষ্ট লক্ষ্য।’
বছরের পর বছর ধরে কাড়ি কাড়ি অর্থ খরচ করে তারকায় ঠাসা দল সাজাচ্ছে পিএসজি। শক্তিশালী দল গড়ে লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধার করলেও চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার গল্প লিখে গেছে ফ্রান্সের জায়ান্টরা। তবে নতুন মৌসুমে মেসি-নেইমার-এমবাপে ত্রয়ী পিএসজিকে স্বপ্ন দেখাচ্ছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০