স্পোর্টস ডেস্কঃ হুট করে ফুটবল পাড়ায় নতুন গুঞ্জন। পিএসজি ছাড়তে চান কিলিয়ান এমবাপে। এই তারকা ফুটবলার আগামী জানুয়ারিতে মধ্যবর্তী দলবদলেই ক্লাব ছাড়তে চান। ফ্রান্স ও ইউরোপের বেশ কয়েকটি গণমাধ্যম এমন সংবাদ প্রকাশ করেছে।
এর মূল কারণ হিসেবে বলা হচ্ছে, সবশেষ নানান জল্পনা-কল্পনার পর পিএসজির সাথে যে চুক্তি করেছেন সেখানে বেশ কিছু শর্ত ছিল। তবে পর্যাপ্ত স্বাধীনতা না থাকাসহ সেই সব শর্ত মানা হচ্ছে না বলে, প্রতারিত মনে করছেন এমবাপে। যার ফলেই নাকি ফরাসি এই তারকা ক্লাব ছাড়তে চান।
তবে এটিকে গুজব বলে উল্লেখ করেছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচ শেষে আরএম স্পোর্টসকে জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এক ম্যাচের আগে এসব ঘটনা বিস্মিত করেছে তাকে।
গালতিয়ে বলেন, ‘আমি তার সাথে এটি নিয়ে কথা বলিনি, আমাদের একমাত্র লক্ষ্য ছিল ম্যাচে। গুজব নিয়ে বলতে হলে, আমরা তথ্য তৈরি করে সেখান থেকে বিবৃতি দেই। আমি মনে করি, খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচের কয়েক ঘন্টা আগে এমন কিছু বিস্ময়কর ছিল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ সা