পিএসজি পাচ্ছে না মেসিকে

0
56

স্পোর্টস ডেস্কঃ আগামী ২০ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে লিওনেল মেসির আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড। তবে আসর শুরুর আগে চোট পেয়েছেন দলটির সবচেয়ে বড় তারকা মেসি।

লিগ ওয়ানে রোববার লরিয়ঁর মুখোমুখি হবে পিএসজি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৬টায়। ম্যাচের আগের দিন পিএসজির ওয়েবসাইটে জানানো হয়, ‘অ্যাকিলিস টেন্ডনের’ সমস্যায় ম্যাচটিতে খেলতে পারবেন না মেসি। তবে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ীর চোট গুরুতর নয় বলেই ধারণা করা হচ্ছে।

এই মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে ১২ গোল করার পাশাপাশি মেসি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৪টি। রোববারের ম্যাচ থেকে তার ছিটকে যাওয়া প্রসঙ্গে ফ্রেঞ্চ জায়ান্টরা এক বিবৃতিতে জানায়, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মেসির অ্যাকিলিস টেন্ডনের চিকিৎসা চলবে। আগামী সপ্তাহে তিনি আবার দলীয় অনুশীলন শুরু করবেন।’

এদিকে আগে থেকেই চোটে জর্জরিত আর্জেন্টিনা। দলটির চোটের তালিকায় আগে থেকেই আছেন আনহেল ডি মারিয়া, পাওলো দিবালা ও হুয়ান ফয়েথ। এছাড়া লো সেলসোও চোট পেয়ে আছেন মাঠের বাইরে। তার ক্লাব ভিয়ারিয়ালের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি পেশিতে চোট পেয়েছেন। ধারণা করা হচ্ছে ২৬ বছর বয়সী এই ফুটবলারের সেরে উঠতে প্রায় তিন সপ্তাহের মতো লাগতে পারে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here