স্পোর্টস ডেস্কঃ প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সমর্থকরা নেইমারের বাসার সামনে গিয়ে তাকে ক্লাব ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। গেল বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় কয়েক’শ সমর্থক নেইমার ছাড়াও লিওনেল মেসির বিরুদ্ধে মিছিল দিয়েছেন। এছাড়া ফরাসি ক্লাবটির প্রধান নাসের আল খেলাইফির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
তবে ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বৃহস্পতিবার নেইমার ও অন্যদের প্রতি সমর্থন জানিয়েছে পিএসজি। লিগ ওয়ান চ্যাম্পিয়নরা তাদের বিবৃতিতে জানিয়েছে, কিছু মানুষের অসহনীয় ও অপমানজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে তারা। মতের ভিন্নতা যাই হোক না কেন, এই ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করে না ফ্রেঞ্চ ক্লাবটি। ক্লাব এই ধরনের বাজে আচরণের শিকার হওয়া খেলোয়াড়, স্টাফদের পাশে আছে।’
নেইমারের বাসার সামনে যাওয়ার আগে বিক্ষুব্ধ সমর্থকরা ক্লাবটির প্রধান কার্যালয়ের সামনে গিয়ে ক্লাবের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে নিজের অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার জুনিয়র নিশ্চিত করেছেন। ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ড শান্তির বার্তা দিয়েছেন।
নেইমার লেখেন, ‘অন্যদের ঝড়ের মধ্যে আপনাকে নিয়ে যেতে দিবেন না। বরং তাদেরকে আপনার শান্তির পথে নিয়ে আসুন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা