স্পোর্টস ডেস্কঃ ফুটবলকে বিদায়ের ঘোষণা দিয়েছেন জেরার্ড পিকে। শনিবার আলমেরিয়ার বিপক্ষে বার্সেলোনার হয়ে শেষ ম্যাচটি খেলবেন তিনি। ২০০৪ সাল পর্যন্ত বার্সেলোনা যুব খেলোয়াড় ছিলেন পিকে। ওই বছর যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। চার বছর ওল্ড ট্রাফোর্ডে কাটানোর পর বার্সায় ফিরে যান আবার। বার্সেলোনায় ৮ লা লিগা, ৩ চ্যাম্পিয়ন্স লিগ ও ৭ কোপা ডেল রে জিতেছেন পিকে। গোল করেছেন ৫২টি।
আলমেরিয়ার ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেন, পিকের বিদায় দুঃখজনক হলেও এটাই প্রকৃতির নিয়ম; ‘আমরা আশা করি, বার্সেলোনার এই নতুন প্রজন্ম ক্লাবকে অনেক কিছু দেবে। এমন দুর্দান্ত সতীর্থ ও বন্ধুদের ফুটবলকে বিদায় জানাতে দেখাটা কষ্টের। এটি দেখা হতাশাজনক। এটি নিজেকে স্মৃতিকাতর করে তোলে, কিন্তু এটাই জীবনের নিয়ম। সবার জীবনেই এই সময় আসে।’
এর আগে গত বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় পিকে বলেন, ‘গত কয়েক সপ্তাহ, মাস ধরে অনেকেই আমাকে নিয়ে কথা বলছেন। এখন পর্যন্ত আমি কিছু বলিনি। তবে এখন আমিই আমাকে নিয়ে বলব। আপনাদের অনেকের মতোই আমিও সব সময়ই বার্সেলোনা–ভক্ত ছিলাম, আমার জন্মও একটা ফুটবল পরিবারে। খুব অল্প বয়স থেকেই আমি ফুটবলার নয়, হতে চাইতাম বার্সেলোনা–ফুটবলার।’
‘২৫ বছর হয়ে গেল আমার বার্সেলোনায় যোগ দেওয়ার। আমি চলে গিয়েছিলাম, আবার ফিরে এসেছি। ফুটবল আমাকে সব কিছু দিয়েছে। বার্সেলোনা আমাকে সব কিছু দিয়েছে। আপনারা, আমাকে সবকিছু দিয়েছেন। এখন যেহেতু সেই বাচ্চাটার সব স্বপ্ন সত্যি হয়েছে, আমি এখন আপনাদের বলতে চাই, এ যাত্রা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি আমি।’
‘আমি আরেকজন সমর্থক হয়ে যাব। দলকে সমর্থন দেব। বার্সেলোনার প্রতি ভালোবাসা আমার সন্তানদের মধ্য দিয়ে যাব। যেমন আমার মা–বাবা করেছিলেন। আপনারা আমাকে জানেন। আজ অথবা কাল আমি ফিরে আসব। আপনাদের সঙ্গে ক্যাম্প ন্যুতে দেখা হবে। বার্সা দীর্ঘজীবী হোক। সব সময়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০